ঠাকুরগাঁও সদর উপজেলার সর্ববৃহৎ হাট, গড়েয়া হাট । এই হাটে আসে পাশের কয়েকটি জেলার ক্রেতা বিক্রেতার লোক সমাগম ঘটে।
বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের ব্যবস্থা পর্যাপ্ত না থাকায় এক হাটু কাঁদা পানি জমে থাকে। দীর্ঘ প্রায় দুই বছর আগে হাট কমিটি ও গড়েয়া ইউনিয়ন পরিষদের সমন্বয়ের বরাদ্দ কৃত অর্থ দিয়ে গড়েয়া হাটের হাফেজিয়া মাদ্রাসার পাশদিয়ে নদীতে পানি নিষ্কাশনের জন্য একটি বড় ড্রেনের কাজ শুরু করে কিন্তু ড্রেনের কাজটি হাটের ভিতরে আসতে না আসতেই কিছু লোকজনের বাঁধার সম্মুখীন হতে হয় এবং ড্রেনের চলমান কাজটি বন্ধ হয়ে যায়। চরম দূর্ভোগে পরে
স্কুল, কলেজের ছাত্র- ছাত্রীরা ও এলাকার মানুষ এবং ব্যবসায়ীরা।
দীর্ঘ প্রায় দুই বছর পর ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল- মামুনের হস্তক্ষেপে ও সহযোগিতায় বন্ধ হওয়া সেই ড্রেনের কাজটি পূনরায় সচল করে।
গড়েয়া হাটের স্থানীয় লোকজন ও হাট ব্যবসায়ীদের দীর্ঘ দিনের কষ্ট ও জন দূর্ভোগ নিরসনের লক্ষে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতা ও মহতি উদ্দোগকে সাধুবাদ জানিয়েছেন।