চাঁদপুর জেলার প্রানকেন্দ্র হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ পশ্চিম বাজার আল কাউসার স্কুল সংলগ্ন রাস্তার দক্ষিণ পাশে অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত”রুহুল আমিন ভবন”এ আজ ৬-৩-২০২১ ইং রোজ শনিবার আধুনিক সুযোগ সুবিধা সংবলিত “ইউনিক চক্ষু হাসপাতাল হাজীগঞ্জ” এর শুভ উদ্বোধন হয়।
“ইউনিক চক্ষু হাসপাতাল হাজীগঞ্জ” এর চেয়ারম্যান সিনিয়র অপ্টোমেট্রিস্ট সাখাওয়াত হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং হাসপাতালের চেয়ারম্যান জনাব সাখাওয়াত হোসেনের পিতা মোঃ মফিজুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব গাজী মোহাম্মদ মাঈন উদ্দীন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি জনাব,মোঃ আশফাক চৌধুরী, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি জনাব,বিল্লাল হোসেন গাজী,হাজীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর জনাব,সুমন তফাদার।অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ,বিভিন্ন শ্রেনী পেশার মানুষ,উপস্হিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ এনায়েত মজুমদার,অনলাইন পোর্টাল হৃদয়ে চাঁদপুর এর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম,সিনিয়র সাংবাদিক গাজী মহিউদ্দীন ও হাসপাতালের পরিচালক ও দৈনিক বাংলার অধিকার পত্রিকার তথ্য সম্পাদক মোঃ ইমান হোসাইন সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন।অতিথিবৃন্দ তাহাদের বক্তব্যে হাসপাতালের বিভিন্ন সুযোগ সুবিধার পাশাপাশি পাশাপাশি উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। সিনিয়র অপ্টোমেট্রিস্ট এমন সাখাওয়াত হোসেন তার বক্তব্যে বলেন,আমরা ব্যবসায়িক অমানুষিকতা নয় সেবার মানুষিক তায় অত্র হাসপাতাল প্রতিস্ঠা করেছি।প্রধান অতিথি জনাব,গাজী মাঈন উদ্দীন হাসপাতালের যেকোন প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন, পাশাপাশি মালিক পক্ষকে সাধারণ জনগনকে তথা চিকিৎসা নিতে আসা সকলকে সঠিক ও সর্বোচ্চ সেবা প্রদানের জন্য অনুরোধ করেন। চেয়ারম্যান জনাব, সাখাওয়াত হোসেন
“ইউনিক চক্ষু হাসপাতাল হাজীগঞ্জ”এ” কেলাজিয়ন ও টেরিজিয়াম(মাংস বৃদ্ধি) অপারেশনের ব্যবস্থা,নেত্রনালী(কসমেটিক)সার্জারীতে টিউব সংযোজনের ব্যবস্থা,নেত্রনালী(কসমেটিক)সার্জারী ব্যবস্থা,সেলাই বিহীন ব্যথামুক্ত ছানি(ল্যান্স) অপারেশন ব্যবস্থা,স্লিট ল্যাম্প ও কম্পিউটার দ্বারা চক্ষু পরিক্ষা করা হয়,সকল প্রকার চক্ষু রোগীদের সেবা প্রদান ও পরামর্শ দেওয়া হয়,সকল প্রকার ঔষধ ও চশমার সার্বক্ষণিক ব্যবস্থা সহ অত্যাধুনিক সুযোগ সুবিধার ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন।সবশেষে মোনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে সভাপতি মোঃ মফিজুল ইসলাম অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন।