যশোরের বন্দর নগরী বেনাপোল বন্দর ব্যবহারকারী অন্যতম সংগঠন ট্রান্সপোর্ট মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনকে ঘিরে এলাকাটিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার বিরাজমান । বৈশ্বিক করোনা প্রাদুর্ভাবের কবলে বিগত ২৮ শে মার্চ ২০২০ ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দীর্ঘ সময় পিছিয়ে তা এখন ৬ মার্চ ২০২১ সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে ।
শনিবার সকাল থেকে বিকাল ৫ টা পর্যন্ত ২নং গোডাউন এর সামনে অবস্থিত মালিক সমিতির নিজস্ব ভবনে নির্বাচন অনুষ্ঠিত হবে। মালিক সমিতির নির্বাচনে রবি- আজিম সম্মিলিত ঐক্য পরিষদ সনি- রিপন সমমনা পরিষদ দুটি প্যানেল অংশগ্রহণ করবে। দুটি প্যানেল থেকে মোট ২২ জন প্রার্থী নির্বাচনে অংশ নিবেন । আসন্ন নির্বাচনকে ঘিরে প্রার্থী ও সমর্থকদের প্রচার প্রচারণায় সরগরম হয়ে উঠেছে বেনাপোলের ওলিগলি ও জনপদ ।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পেজ এ প্রার্থী ও তার নির্ধারিত প্রতিকের পক্ষে বাহারি ডিজাইনের পোষ্টার ছেড়ে ভোট প্রার্থনা করেছেন সমার্থকরা । আসন্ন নির্বাচনে দুটি প্যানেল এর মধ্যে হাড্ডা হাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। সবকিছু ঠিক থাকলে কোন প্যানেল বিজয়ী হয় তা দেখতে উৎসুক জনতার অপেক্ষা করতে হবে আর মাত্র একটি দিন।
আসন্ন এই নির্বাচনে সনি- রিপন সমমনা পরিষদের অর্থ – সম্পাদক পদপ্রার্থী বিপ্লবুর রহমান বিপ্লব ( বই মার্কা ) জানান যে , সদস্য ভাইদের সহযোগিতায় নির্বাচিত হলে সংগঠনের কার্যক্রমে আমূল পরিবর্তন আনা হবে । সংগঠন হবে সদস্য সহায়ক ও সকল ক্ষেত্রে সাধারণত সদস্যদের মতামতকে প্রাধান্য দেওয়া হবে জানিয়ে সকলের দোয়া কামনা করেন
উল্লেখ্য বেনাপোল স্থলবন্দর বাংলাদেশের বৃহৎ স্থলবন্দর হওয়ায় এ পথে আমদানি আধিক্য বেশি। আমদানি কৃত পন্য দেশের অভ্যন্তরে পরিবহনের ক্ষেত্রে ট্রান্সপোর্ট মালিক সমিতির সংগঠনটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।