ছাগলনাইয়া উপজেলাধীন ঘোপাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ সহ প্রয়োজনীয় আসবাবপত্র প্রদান করেন ১০ নং ঘোপাল ইউনিয়ন পরিষদ।
বৃহস্পতিবার (৪ মার্চ) সকাল ১০ টায় বিদ্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ঘোপাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবক হাজী মোঃ মহসিন আলী’র সভাপতিত্বে এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজীব শর্মার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ নং ঘোপাল ইউপি চেয়ারম্যান এফ.এম আজিজুল হক মানিক।
প্রধান অতিথি এফ.এম আজিজুল হক মানিক তাঁর বক্তব্য বলেন, ইউনিয়নের উন্নয়ন ক্ষেত্রে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে চাই। সবাই মিলে ইউনিয়নকে উপজেলার মধ্যে একটি আধুনিক সেরা রোল মডেল ইউনিয়ন গড়তে চাই। শুধু চাই সম্মিলিত প্রচেষ্টা।
বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি হাজী মহসিন আলী বলেন, বর্তমান সরকার হলো আধুনিক শিক্ষা বান্ধব সরকার। সরকার’র এই শিক্ষা বান্ধব সকল কর্মসূচি ডিজিটাল রুপান্তর করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা সহ অভিনন্দন জানাচ্ছি। তিনি আরো বলেন, এই বিদ্যালয়ের জন্য আমাদের যাহা করার প্রয়োজন আমি সবসময় সহায়তার হাত বাড়িয়ে দিব। আমাদের মনে রাখতে হবে আজকের শিশু আগামীদিনের ভবিষত। এই শিশুরাই আগামী দিনে দেশ ও জাতিকে নেতৃত্বে দিবে।
আলোচনা সভা অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজীব শর্মার নিকট শিক্ষার উপকরণ সহ আসবাবপত্র হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য জিয়াউল হক শিমুল, সলিমুল্লাহ শামীম, বিদ্যালয়ের অভিভাবক কমিটির অন্যন্য সদস্যবৃন্দ, ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।