গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হোসেন তৌফিক ইমাম (এইচ,টি ইমাম) বুধবার দিবাগত রাত ১ঃ১৫ মিনিটের সময় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।৮২ বছর বয়সে বিশাল বর্নাঢ্য জীবনের অধিকারী এই ক্ষমতাধর ব্যক্তিত্ব পরপারে পাড়ি দেন।
১৯৩৯ সালের ১৫ জানুয়ারি টাংগাইল শহরে জন্মগ্রহণকারী এইচ,টি,ইমামের পিতা একজন সরকারি চাকুরিজীবি ছিলেন,সে সুবাদে তিনি পিতার চাকরিক্ষেত্র বিভিন্ন জেলায় থেকেছেন।
এিচ,টি,ইমাম ঢাকা কলেজিয়েট স্কুল থেকে মেট্রিকুলেশন পাস করে পাবনা এডওয়ার্ড কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন এবং রাজশাহী কলেজ থেকে বি.এ পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে এম.এ ডিগ্রি লাভ করেন।
এইচ,টি,ইমাম পড়াশোনা শেষে সর্বপ্রথম রাজশাহী সরকারি কলেজের অর্থনীতির প্রভাষক হিসেবে চাকুরিজীবন শুরু করেন পরবর্তীতে পাকিস্তান সিভিল সার্ভিস পরিক্ষায় উর্তীন্ন হয়ে সরকারি চাকুরিতে যোগদান করেন।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী এইচ,টি,ইমাম স্বাধীনতা পরবর্তী স্বাধীন বাংলাদেশের প্রফম মন্ত্রীপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি লোকপ্রশাসন প্রশিক্ষন কেন্দ্রের প্রকল্প সচিব,যোগাযোগ ও পরিকল্পনা মন্ত্রনালয়ের সচিব সহজ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রনালয়ে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করেছেন।
সরকারি চাকুরি থেকে অব্যাহতি নেওয়ার পরে তিনি আওয়ামী রাজনীতিতে সক্রিয় হন।
তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান সহ বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি এ পদে আসিন ছিলেন।এইচ,টি,ইমাম পুত্র তানবীর ইমাম বর্তমানে সিরাজগঞ্জের একটি আসনের মাননীয় সাংসদ।
৪/০৩/২১রোজ বৃহস্পতিবার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বেলা ১১ ঘটিকার সময় তাহার ১ম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে ঢাকায় ২য় জানাজা শেষে বাদ আসর তাকে বনানী গোরস্থানে সমাহিত করা হবে।
মাননীয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও বিশিষ্টজন তাহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
“দৈনিক বাংলার অধিকার” পরিবার তার মৃত্যুতে গভীরভাবে শোকাভিভূত। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।