কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের অন্যতম সদস্য ও সাবেক সংসদ প্রয়াত অ্যাডভোকেট খান টিপু সুলতানের জ্যেষ্ঠ পুত্র হুমায়ুন সুলতান সাদাব নেতাকর্মিদের সাথে নিয়ে বুধবার দুপুরের পর থেকে গভীর রাত পর্যন্ত মনিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের নেতাকর্মীদের সাথে মতবিনিময়, প্রবীন নেতাদের কবর জিয়ারত ও ইউনিয়নের সকল প্রান্তে পথসভা ও ব্যাপক গণসংযোগ করেছে। জানা যায়, গত বুধবার দুপুরের পর রাজগঞ্জ বাজারে সাবেক ইউপি সদস্য আমজাদ আলী খানের চায়ের দোকানের অস্থায়ী আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন তিনি। এর পর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ৩ জন প্রবীণ আ’লীগ নেতার মাজার জিয়ারত করেন এবং মোবারকপুর দাসপাড়া মোড়ে ও শ্মশান ঘাট মোড়ের বিভিন্ন দোকানে দোকানে ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন তিনি। বিকাল সাড়ে পাঁচটার দিকে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হায়াতপুর গ্রামের মরহুম মাস্টার ইব্রাহিম হোসেনের মাজার জিয়ারত করেন। সন্ধ্যার পর শয়লা বাজারের দোকানদারদের সাথে মতবিনিময় ও গণসংযোগ শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় যুবলীগ নেতা সাদাব। এরপর নেংগুড়াহাট আমতলা মোড়ে নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করে রাত ৮ টায় ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন তিনি। ইউনিয়নের রাজনীতির অবস্থা ও দলীয় বিভিন্ন কর্মকাণ্ডের খোঁজখবর নেন এবং তাদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান শেষে নেতাকর্মীদের সাথে নিয়ে নেংগুড়াহাট বাজারের বিভিন্ন দোকানে দোকানে মতবিনিময় ও গণসংযোগ করেন। রাত ৯ টার দিকে ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাজারে পথসভায় বক্তব্য রাখেন তিনি। এরপর রামনাথপুর গ্রামের ঋষি পল্লীতে আসেন এবং সাবেক সংসদ সদস্য খান টিপু সুলতানের হৃদয়ের ভক্তবৃন্দের সাথে একান্ত সাক্ষাত করেন। এ সময় ঋষিপল্লীর নারী পুরুষ তার পিতার কথা তুলে ধরেন। কেন্দ্রীয় যুবলীগ নেতা সাদাব সব কথা শোনার পর সকলের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। সর্বশেষ রাত ১১ টার দিকে পানিছত্র মিল মোড়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় করে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ নেতা হুমায়ুন সুলতান সাদাব। এদিন কেন্দ্রীয় নেতার সাথে উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামী লীগের সাবেক অন্যতম নেতা এনামুল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও মনিরামপুর উপজেলা পরিষদের সাবেক ভাইচ চেয়ারম্যান মিকাইল হোসেন, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের আহবায়ক অরেবিন্দু হাজরা, শ্রমিক লীগের সাবেক সভাপতি বিল্লাল হোসেন মিন্টু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চালুয়াহাটি ইউনিয়ন আ,লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম মিলন, চালুয়াহাটি ইউনিয়ন আ,লীগের যুগ্ন আহবায়ক প্রভাষক জিল্লুর রহমান, যুগ্ম আহবায়ক সাবেক মেম্বার আমজাদ আলী খান, ঝাঁপা ইউনিয়ন আ,লীগের অন্যতম নেতা সিরাজুল ইসলাম সিরাজ। আরো উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ, সাধারন সম্পাদক আব্দুল ওয়াদুদ, ৩ নং সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, ৪ নং সভাপতি আব্দুল গফফার, সাধারণ সম্পাদক গোলাম রসূল, ৬ নং সভাপতি আবু সাঈদ, ৮ নং সভাপতি প্রবীর মল্লিক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, ৯ নং সাধারণ সম্পাদক ছবেদ আলী, আ’লীগ নেতা মোকসেদ আলী, আনিসুজ্জামান বাবুল, কামাল হোসেন, যুবলীগ নেতা অপুসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।