ঢাকাশনিবার , ৩০ জানুয়ারি ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী পবা থানাধীন দাদপুরে এক যুবকের মরাদেহ উদ্ধার – দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জানুয়ারি ৩০, ২০২১ ১২:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

আকাশ সরকার,রাজশাহী ব্যুরোঃ

শুক্রবার ২৯ জানুয়ারি, ২০২১ ইং তারিখ। রাজশাহী পবা- থানাধীন ৮নং বড়গাছী ইউনিয়নের আওতাভুক্ত ৪নং- ওয়ার্ড দাদপুর গ্রামের উত্তরপাড়া মশিউর হাজির পুকুরপাড়ে রসুনের জমিতে এক যুবকের মরাদেহ বিকেল ৪ টায় পবা-থানা পুলিশ উদ্ধার করেছে।

স্থানীয় সুত্রে জানা যায়-
ওই যুবকের নাম মোঃ আসলাম আলী (৩৫) তিনি পাশের এলাকার বড়গাছী স্কুল পাড়ার লুথু ডাক্তারের ছেলে। এলাকাবাসী বলেন উদ্ধার করার সময় তার শরিরে তেমন কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। মৃত আসলাম আলী পেশায় টলি চালক ছিলেন। মৃত্য ব্যাক্তির পরনে ছিলো একটি সাদা জার্সি ও আকাশী রং-এর টাওজার প্যান্ট। মৃত আসলাম আলীর স্ত্রীর দুইটি। তার প্রথম স্ত্রী কাছ থেকে জানা যায়- গত ২৭ জানুয়ারি বুধবার দাদপুর উত্তরপাড়া ২য় স্ত্রী বাসায় যায়, তারপর থেকে মৃত আসলাম আলীর কোন খোঁজ খবর পাওয়া যায়নি। অপরদিকে ২য় স্ত্রীর সাথে কথা বলতে চাইলে তিনি বলেন এ বিষয়ে আমি কিছুই জানিনা, এর বেশিকিছু বলতে অস্বীকৃতি জানায়।

এ বিষয়ে অফিসার্স ইনচার্জ, জনাব শেখ গোলাম মোস্তফা পবা-থানা, আরএমপি, রাজশহী’র সাথে কথা বললে তিনি বলেন থানায় ” ইউ ডি ” মামলা দায়ের হয়েছে এবং লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Don`t copy text!