সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া পৌরসভাধীন ৪নং ওয়ার্ড (উত্তর পানুয়া) এলাকাবাসীর পক্ষ থেকে সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী নাসির উল্যাহ্ ভুঁইয়া রিন্টু উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল ও পৌর মেয়র এম.মোস্তফাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকাল ৪ টায় উপজেলা আ’লীগের কার্য্যলয়ে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের অঙ্গসংগঠনের সকল নেতাকর্মী, রিন্টুর বড় ভাই মারুফ ভুঁইয়া সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
উল্লেখ্য যে, ৪নং ওয়ার্ডের মানবিক কাউন্সিলর হুমায়ুন কবির ভুঁইয়া’র মৃত্যুতে উক্ত ওয়ার্ডটি শূন্যতার সৃষ্টি হয়। এবং ঐ এলাকার জনসাধারণের মধ্যে হতাশা দেখা দেয়। কিন্তু মরহুম হুমায়ুন কবির ভুঁইয়া’র ওয়ার্ডটি ধরে রাখতে তাঁরই ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী নাসির উল্যাহ্ ভুঁইয়া রিন্টু এগিয়ে আসলে ওয়ার্ডবাসি আনন্দে মেতে উঠে। ওয়ার্ডবাসি তাকে সাথে নিয়ে আসন্ন পৌর নির্বাচনে ৪নং ওয়ার্ড থেকে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী ও পৌর মেয়র এম.মোস্তফাকে ফুলেল শুভেচ্ছা জানান।