ছাগলনাইয়া পৌর শ্রমিক দলের এক মতবিনিময় সভা বৃহস্পতিবার (২১ জানুয়ারী) সন্ধ্যায় কলেজ রোডে অনুষ্ঠিত হয়।
পৌর শ্রমিক দলের সভাপতি নুরুল আলম হোনা মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রফিক আলম সোহেল এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদল সভাপতি ফেনী-১ আসনের সমন্বয়ক রফিকুল আলম মজনু।
বক্তব্য রাখেন, ছাগলনাইয়া উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক কফিল উদ্দিন সরকার, উপজেলা শ্রমিকদল সভাপতি মুন্সি শহীদ উল্লাহ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ নাদিম উদ্দিন ও পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ জয়নাল আবেদীন।
এ সময় উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড শ্রমিক দল সভাপতি মোঃ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক সাইদুল হক, ২নং ওয়ার্ড শ্রমিক দল সভাপতি মোঃ দুলাল, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ৩নং ওয়ার্ড শ্রমিক দল সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ কপিল উদ্দিন, ৪নং ওয়ার্ড শ্রমিক দল সভাপতি মোঃ হাফেজ আহাম্মদ হাবিব, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, ৫নং ওয়ার্ড শ্রমিক দল সভাপতি মোঃ রিপন, সাধারণ সম্পাদক মোঃ সুমন, ৬নং ওয়ার্ড শ্রমিক দল সভাপতি মোঃ আলী আক্কাস, সাধারণ সম্পাদক মোঃ আবুল কাসেম, ৭নং ওয়ার্ড শ্রমিক দল সভাপতি মোঃ মহিন উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ আমিন, ৮নং ওয়ার্ড শ্রমিক দল সভাপতি মোঃ নেজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ রুমন, ৯নং ওয়ার্ড শ্রমিক দল সভাপতি মোঃ নুর ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রুবেলসহ ছাগলনাইয়া পৌরসভা ও ৯টি ওয়ার্ডের শ্রমিক দল নেতাকর্মীরা।
শ্রমিক দল নেতৃবৃন্দ ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন সড়কে সিএনজি অটোরিক্সা স্ট্যান্ডে একটি চাঁদাবাজ সিন্ডিকেটের বেপরোয়া চাঁদাবাজি চলছে বলে অভিযোগ করে উদ্বেগ প্রকাশ করেন। নেতৃবৃন্দ আরো বলেন, ৪শ টাকার মাসিক টোকেন এখন ৫শ টাকা এবং প্রতিটি স্ট্যান্ডে ১০ টাকার স্থলে প্রতিদিন ২০ টাকা হিসেবে চাঁদা দিতে হচ্ছে।