ফেনীর ছাগলনাইয়া উপজেলা শুভপুর ইউনিয়নের দক্ষিণ মন্দিয়া গ্রামে বুধবার (২০ই জানুয়ারি) সকাল ১০ টায় হযরত খাদিজাতুল কুবরা (রাঃ) মহিলা দাখিল মাদ্রাসায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হযরত খাদিজাতুল কুবরা (রাঃ) মহিলা দাখিল মাদ্রাসা সভাপতি মহিউদ্দিন সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় পাটি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর কবির ভূঁইয়া।
অত্র মাদ্রাসার কোষাধ্যক্ষ মোঃ রকিব উদ্দিন’র সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সরকারি কর্মকর্তা মোজাম্মেল হোসেন খোন্দকার, ফেনী প্রেসক্লাব’র যুগ্ম সম্পাদক এবিএম নিজাম উদ্দিন, ব্যাবসায়ী মুন্সী ফজলুল কাদের, চট্রগ্রাম ইসলামি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আফলাতুন কাওছার, সমাজ সেবক মাস্টার আবুল হোসেন, সমাজ সেবক আলা উদ্দিন মজুমদার, ব্যাবসায়ী কাজী রেজাউল করিম রেজা, ফেনী জেলা মানবাধিকার সভাপতি আলহাজ্ব ওমর ফারুক ভূঁইয়া, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য সাহাব উদ্দিন সাইফুল ও বীর মুক্তিযোদ্ধা শাহ আলম মজুমদার।
এতে আরো উপস্থিত ছিলেন, আমজাদ হোসেন মাসুদ, মাদ্রাসার অধ্যক্ষ জিয়া উদ্দিন মজুমদার, মাদ্রাসার পরিচালক হানিফ ভূঁইয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক ও শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করেন আয়োজক কমিটি।