ঢাকাবৃহস্পতিবার , ২১ জানুয়ারি ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

নালিতাবাড়ীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জানুয়ারি ২১, ২০২১ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

শেরপুরের নালিতাবাড়ীতে হামিদুল ইসলাম (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। হামিদুল ইসলাম উপজেলার নয়াবিল ইউনিয়নের দাওয়াকুরা গ্রামের আলী হোসেনের ছেলে। বৃহস্পতিবার ২১ জানুয়ারী সকালে নিজ ঘরের আড়া থেকে ঝুলন্ত অবস্হায় তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও হামিদুলের পারিবারিক সুত্রে জানা যায়,হামিদুল ইসলাম প্রতিদিনের ন্যায় বুধবার রাতে খাওয়া দাওয়া সেরে তার থাকার ঘরে ঘুমাতে যায়। কিন্তু সকালে ঘুম থেকে উঠতে দেরি দেখে পরিবারের লোকজন ডাকাডাকির এক পর্যায় দরজা ভেংগে ঘরে ঢুকে হামিদুলের ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে থানা পুলিশ হামিদুলের ঝুলন্ত লাশ উদ্ধার করে হামিদুলের পিতা আলী হোসেন বলেন,ছেলেকে দুই বছর আগে বিয়ে করানো হয়েছিল।তার স্ত্রীর সাথে বনিবনা না হওয়ায় ছাড়া ছারি হয়।। আর এরপর থেকেই সে কিছুটা মানসিক সমস্যায় ভুকছিল। এ ব্যাপারে নালিতাবাড়ী থানার এসআই ওয়াহেদ জানান,তার লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আত্নহত্যার বিষয় নিশ্চিত হওয়ায় পরিবারের পক্ষ থেকে কারও কোন আপত্তি না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Don`t copy text!