এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুর পৌরসভা নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডে প্রথমবারের মতো ১২৫ ভোট বেশী পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন এলাকার গরিব দুঃখী অসহায় মানুষের জনপ্রিয় নেতা হুমায়ুন কবীর মিলন। তিনি ‘ বোতল’ প্রতীকে পেয়েছেন ৮৯১ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিরুল ইসলাম ‘পাঞ্জাবি’ প্রতীকে পেয়েছেন ৭৬৬ ভোট। বিরামপুর পৌর নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা সামসুল আযম এ তথ্য নিশ্চিত করেছেন।
দিনাজপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মামুদপুর গ্রামের স্থায়ী বাসিন্দা হুমায়ুন কবীর মিলন মানবতার ফেরিওয়ালা নামে প্রতিটি বাড়ি বাড়ি ও ঘরে ঘরে সর্বোচ্চ সুপরিচিত। হুমায়ুন কবীর মিলন তার বর্তমান বয়স ৪৫ বছর। তিনি করনা কালীন সময়ে তার এলাকায় বাড়িতে বাড়িতে ভুক্তভোগী অসহায়দের নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়েছিলেন প্রতিনিয়ত । হুমায়ুন কবীর মিলন তার পিতার নাম মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মন্ডল মাতা মোছাং নাজমা বেগম ।