টেকনাফের বাহারছড়ার শামলাপুর ২৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে বৃহস্পতিবার আবারও ১৪১টি পরিবারের ৬৬৭ জন রোহিঙ্গা নাগরিককে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে। এর আগে বুধবার ১৪৪টি পরিবারের ৬৭০ জন রোহিঙ্গাকে উখিয়ার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে স্থানান্তর করা হয়। পরিবারগুলোকে নেওয়া হয়েছে কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে। এ নিয়ে দুই দিনে ২৮৫টি পরিবারের ১ হাজার ৩৩৭ রোহিঙ্গা নাগরিককে কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে স্থানান্তর করা হলো। এ ক্যাম্পে ১২ হাজারের বেশি রোহিঙ্গা বসবাস করছে। এ স্থানান্তর প্রক্রিয়া চলমান থাকবে বলে জানা গেছে। বাহারছড়া ইউপি চেয়ারম্যান আজিজ উদ্দিন ও শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।