হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়ন যুবলীগের উদ্যোগে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১৩ জানুয়ারি বুধবার বিকেলে মতিগঞ্জের আর এম হাট কে উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – সোনাগাজী উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, চরছান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মিলন, মতিগঞ্জ ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ ইসমাইল, সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম রবিন।
আরও উপস্থিত ছিলেন – মতিগঞ্জ ইউনিয়ন আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার, প্রস্তাবিত সহসভাপতি মোঃ মোশাররফ হোসেন মৃধা, প্রস্তাবিত যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইউছুফ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন চৌধুরী, সাধারণ সম্পাদক মীর এমরান, উপজেলা যুবলীগের নেতা ওমর ফারুক রুবেল, মোরশেদুল হক মেনন প্রমুখ।
পিংকু প্রবাসী মতিগঞ্জ একাদশ বনাম অলষ্টার ওলামা বাজার একাদশের মধ্যকার অনুষ্ঠিত খেলায় পিংকু প্রবাসী মতিগঞ্জ একাদশ জয়লাভ করে। পুরস্কার বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন – সোনাগাজী সিটি স্কুলের প্রধান শিক্ষক আকবর হোসেন। এতে উপজেলা আওয়ামিলীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী সহ বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।