বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ঠাকুরগাঁও গড়েয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ ও আহত ১জন চিন্ময় কৃষ্ণ আটকের খবরে খুলনা সহ দেশের বিভিন্ন জেলায় সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ ট্র্যাব সম্মাননা পেলেন অপর্ণা রানী রাজবংশী ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টসের নতুন আউটলেট উদ্বোধন নবীনগরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ চার ডাকাত আটক সিরাজদিখানে বিক্রমপুর নামকরণে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় আমিরাতে বোয়ালখালী চরণদ্বীপ পাঠানপাড়া প্রবাসীদের জনকল্যাণমূলক সংগঠনের আত্মপ্রকাশ । ষোলঘরে  জাতীয়তাবাদী যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত  শ্রীনগরে তন্তরে ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা যাত্রা শুরু করল বাংলাদেশ-চায়না ক্লাব রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা কুলিয়ারচরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে গ্রাম পুলিশসহ ৩জন আহত ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী তিন নারী ফুটবলারকে জেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা ভয়াল সিনেমাটি সবার জন্য উন্মুক্ত সিরাজদিখানে নবাগত সহকারী পুলিশ সুপারের সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময়
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

আঁধার ভেঙে আলোর বুননে ‘বোধনের চৌত্রিশ’ ও বরেণ্য আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিতের ৭২ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন-দৈনিক বাংলার অধিকার

যীশু সেন, চট্টগ্রাম ঃ / ১৪০ সংবাদটি পড়েছেন
প্রকাশ: মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১, ১১:৪৩ অপরাহ্ণ

‘আঁধার ভেঙে আলোর বুনন’ শ্লোগানে সংস্কৃতির বোধদয় মঞ্চে সাড়া জাগানো পথচলার ৩৪ বছর পূর্ণ করলো বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম । জলপাই রঙের শাসনামলে ১৯৮৭ সালের ৯ জানুয়ারি স্বৈরাচারবিরোধী আন্দোলন যখন তুঙ্গে তখন রাজপথে লড়াকু কয়েকজন আবৃত্তিকর্মীর উদ্যোগে জন্ম হয়েছিল বোধনের। আজ ৩৪ বছরের দীর্ঘ এই পথ পরিক্রমায় বোধন আবৃত্তি চর্চায় এনেছে বৈচিত্র্য, পরিবর্তন এনেছে আবৃত্তির গুণগত মানে এবং সাংগঠনিক চর্চায় যুক্ত করেছে ইতিবাচক নতুন নতুন মাত্রা। শনিবার (৯ জানুয়ারি) সন্ধ্যে ৬ টায় বোধনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে থিয়েটার ইনিস্টিটিউট চট্টগ্রাম’র গ্যালারি হলে ‘বোধনের চৌত্রিশ’ শিরোনামে কথা- কবিতা- গান – নৃত্যে এর আয়োজন করা হয়। স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানে নতুন-পুরাতন সদস্যদের উপস্থিতি মিলনমেলায় পরিণত হয়। প্রদীপ প্রজ্জ্বলন ও নানা রকম ডিসপ্লে- তে উৎসবের আমেজ তৈরি হয় টিআইসি প্রাঙ্গণ। শুরুতে রবিঠাকুরের ‘আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে..’ সমবেত গানে অপর্ণা চৌধুরী, বাবলী কারণ, অনন্যা পাল তাদের কণ্ঠে ছড়িয়ে দেন আগামীর আঁধার ভেঙে আলোর বুনন’র জয়গান। এসময় মোমের আলোয় অন্ধকার মিলনায়তন আলোকিত করেন অনুষ্ঠানে আগত শুভানুধ্যায়ীরা।এরপর মিলনায়তন আলোকিত হতেই প্রারম্ভিক কথামালায় অংশ নেন কবি জিন্নাহ চৌধুরী, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী রাশেদ হাসান, মাহফুজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন বোধনের সহ সভাপতি সুবর্ণা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গৌতম চৌধুরী। এসময় শুভানুধ্যায়ীরা বলেন, বোধন ইতিবাচক মানুষ সৃষ্টিতে সবসময় বদ্ধপরিকর।সংগঠনটি সবসময় এগিয়েছে মাইলস্টোন গতিতে। শুদ্ধ সংস্কৃতির প্রতিষ্ঠার লড়াইয়ে ব্যাপক কর্মযজ্ঞের কারণেই বোধন আজ দেশের পুরোধা সংগঠনে পরিণত হয়েছে। আগামীতেও বোধন মানুষের বোধকে আরো সমৃদ্ধ করুক এটাই সবার প্রত্যাশা থাকবে। বোধনের প্রশিক্ষণ সম্পাদক আবৃত্তিশিল্পী সঞ্জয় পালের সঞ্চালনায় জন্মদিনে আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী বুলবুল মুৎসুদ্দী, বিপ্লব কুমার শীল, পল্লব গুপ্ত, জসিম চৌধুরী, উম্মে ইকরা, সুচয়ন সেনগুপ্ত, ঈশা দে, অর্ক ভৌমিক, সৃষ্টি ভৌমিক, শ্রেয়া চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানের ফাঁকে শুভেচ্ছা জানান বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, মঞ্চমুকুট নাট্য সম্প্রদায়ের দলপ্রধান সুচরিত দাশ খোকন, সংগঠক সুনীল ধর, সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রাম ‘র সভাপতি আবৃত্তিশিল্পী হাসান জাহাঙ্গীর, জিটিভি চট্টগ্রাম ব্যুরো প্রধান কবি অনিন্দ্য টিটো, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের চট্টগ্রাম অঞ্চলের সাংগঠনিক সম্পাদক দেবাশীষ রুদ্র, সংগঠক সাজ্জাত হোসেন, আবৃত্তিশিল্পী সেলিম ভূইঁয়া, আবৃত্তিশিল্পী মেজবাহ চৌধুরী,বোধন সুহৃদ বিশ্বজিৎ ঘোষ। পরে সংগীত পরিবেশন করেন শিল্পী কান্তা দে, রিষু তালুকদার, কেকা দৃষ্টি শর্মা, পূর্ণা দাশ, সঞ্জয় পাল, অর্পণা চৌধুরী, বাবলি কারণ, অনন্যা পাল। বাঁশি ও তবলায় রাগ পরিবেশন করেন শিল্পী শোভন দাশ ও প্রিয়ম চক্রবর্ত্তী। নৃত্য পরিবেশনায় ছিলেন শিল্পী অংকিতা ভট্টচার্য। অনুষ্ঠানে বোধনকে ফুলেল শুভেচ্ছা জানান সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রাম, শব্দনোঙর আবৃত্তি সংগঠন, ত্রিতরঙ্গ আবৃত্তি দল, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, কন্ঠনীড় বাচিক শিল্পচর্চা কেন্দ্র।এসময় বোধনের পক্ষে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন বোধন আবৃত্তি পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল চৌধুরী সোহেল।
বোধনের সাথে স্মৃতিপথের উষ্ণতা ভাগাভাগি করেন অভিভাবক অপরাজিতা ভট্টাচার্য ও বোধন সদস্য বৃষ্টি বৈদ্য।
মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে সর্বস্তরের মানুষকে ‘আঁধার ভেঙে আলোর বুনন’ এ সম্পৃক্ত করে বোধন এগিয়ে যেতে চায় সূর্যোদয়ের দিকে- এমনই প্রত্যাশা সবার।
আজ ১০ জানুয়ারি দেশবরেণ্য সাংস্কৃতিকব্যক্তিত্ব আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিত ৭২ তম জন্মবার্ষিকী।” প্রাণের মানুষ আছে প্রাণে” শিরোনামে সংস্কৃতির বিশদ পরিসরে শিল্পের বিনম্র শ্রদ্ধাভাজনব্যক্তিত্বের জন্মদিনে শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম আজ নগরীর ডিসিহিল সংলগ্ন ফুলকিতে আয়োজন করেছে। উল্লেখ্য যে, আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য। বোধন আবৃত্তি পরিষদের প্রতিষ্ঠা সাধারণ সম্পাদক, দীর্ঘসময় বোধন সভাপতি এবং বোধন আবৃত্তি স্কুলের আমৃত্যু অধ্যক্ষ।বিনম্র প্রাণের এ ব্যক্তিত্বকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন কবি, নাট্যজন ও বিভিন্ন সংস্কৃতি সংগঠনের সংগঠকবৃন্দ। এ শিল্পময় সুধীজনকে সময়ের পরম্পরায় সংস্কৃতির বিভিন্ন মঞ্চে একসময় সকলের প্রিয়স্বজন হয়ে ওঠেন অভিভাবক। তাঁর অবদান শুদ্ধ সংস্কৃতিচর্চায় আজীবন জ্বলজ্বলে হয়ে থাকবে। এবার বোধন রূপকারের জন্মবার্ষিকী পালন করেছে করোনাকালীন পরিস্থিতিতে সীমিত আয়োজনে। যেখানে স্মৃতিচারণা, কবিতাপাঠ ও জন্মবার্ষিকী’র কেক কেটে উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে শুরুতে ছিলো “অন্তরমম বিকশিত কর অন্তরতর হে” সমবেত সংগীত।এরপর ঋতু সাহা’র কণ্ঠে কবিগুরুর গানে ভাবগম্ভীর আবহ বিরাজ করে। হৃদ্যতাময় পুরো এ আয়োজনে কবিতাপাঠ ও স্মৃতিচারণে অংশ নেন বোধন আবৃত্তি পরিষদের সহ-সভাপতি সুবর্ণা চৌধুরী, সাধারণ সম্পাদক এস এম আবদুল আজিজ, অর্থ সম্পাদক অনুপম শীল, অনুষ্ঠান সম্পাদক মৃন্ময় বিশ্বাস, প্রশিক্ষণ সম্পাদক সঞ্জয় পাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব কুমার শীল, সাজেদুল আনোয়ার, শুভাগত বড়ুয়া, কাবেরী আইচ, সাজ্জাত হোসেন, জাহানারা বেগম, শ্রাবণী বণিক, ঈশা দে, পূর্ণা দাশ, অর্পিতা চৌধুরী, ষষ্ঠী দে দুর্গা প্রমুখ।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!