ঢাকাসোমবার , ১১ জানুয়ারি ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

ভৈরবে বাসে অগ্নিকাণ্ডে চালক নিহত,জনমনে আতংক

প্রতিবেদক
admin
জানুয়ারি ১১, ২০২১ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

তানজিল সরকার কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের ভৈরবে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘুমন্ত অবস্থায় বাসটির চালক আবুল হোসেন নিহত হয়েছেন।

নিহত আবুল হোসেন নরসিংদীর পলাশ উপজেলার খালিশারটেক গ্রামের কিতাব আলীর ছেলে।

ভৈরব ফায়ার সার্ভিস ও পুলিশের ধারণা, মশার কয়েল থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায়, বিসমিল্লাহ এন্টারপ্রাইজ পরিবহনের যাত্রীবাহী ভৈরব-ঢাকা রুটে চলাচলকারী বাসটি রাতে বাসস্ট্যান্ডের দুর্জয় মোড় এলাকার বঙ্গবন্ধু সরণিতে অবস্থিত বিসমিল্লাহ হোটেলের সামনে পার্কিং করা ছিল। বাসের ভেতর চালক আবুল হোসেন ঘুমিয়ে ছিলেন। আজ সোমবার (১১ জানুয়ারি) ভোররাত ৪টার দিকে হঠাৎ আগুনের তাপে চালক চিৎকার শুরু করলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।বাস পুড়িয়ে যাওয়ার একাদিক ঘটনায় জনমনে আতংক বিরাজ করছে।

ভৈরব ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, রাতে পার্কিং করা বাসটিতে মশার কয়েল জ্বালিয়ে দরজায় তালা লাগিয়ে ঘুমিয়েছিলেন চালক আবুল হোসেন। খবর পেয়ে ভোররাত সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তা মর্গে পাঠানো হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

Don`t copy text!