ফেনীর ছাগলনাইয়া উপজেলা ৯নং শুভপুর ইউনিয়নস্থ জয়পুর সরোজিনী উচ্চ বিদ্যালয়ে আলহাজ্ব গণি আহম্মদ একাডেমি ভবন উদ্বোধন ও শিক্ষা উপকরন সামগ্রী বিতরণ করা হয়।
রবিবার (১০ জানুয়ারি) সকাল ১১ টায় জয়পুর সরোজিনী উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে আলহাজ্ব গণি আহম্মদ’র নিজস্ব অর্থায়নে প্রায় পাঁচ শতাধিক বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে ব্যাগ ও শতাধিক অভিভাবকের মাঝে কম্বল বিতরণ করা হয়।
সরোজিনী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শিব প্রসাদ বিশ্বাস’র সঞ্চালনায় ও সিনিয়র শিক্ষক অহিদুর রহমান বিএসসি’র সভাপতিত্বে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, শিক্ষানুরাগী, দ্বীন গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব গণি আহম্মদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শুভপুর ইউপি চেয়ারম্যান মোঃ আবদুল্লাহ সেলিম ও ঘোপাল ইউপি চেয়ারম্যান এফ. এম আজিজুল হক মানিক।
প্রধান অতিথি আলহাজ্ব গণি আহম্মদ শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমরা পড়ালেখা করে মানুষের মত মানুষ হও। আমি যদি নাও থাকি এই শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ প্রতি বছর অব্যাহত থাকবে।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির ফেনী জেলার সাধারণ সম্পাদক প্রভাষক লায়ন মোর্শেদ হোসেন, অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য মোমিনুল হক পাটোয়ারী, সাবেক সদস্য হারুন রশীদ দুলাল। এসময় আরো উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অন্যন্য সদস্যবৃন্দ, শিক্ষক শিক্ষিকা, প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী, অভিভাবক সহ সমাজের সুশীল ব্যাক্তিবর্গ।