ঢাকাবুধবার , ৬ জানুয়ারি ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

আ’লীগ ও সাংবাদিক নামধারী কাজী ফারুকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জানুয়ারি ৬, ২০২১ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ বুধবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় ফেনী ছাগলনাইয়া উপজেলা ৯ নং শুভপুর ইউনিয়নস্থ জয়পুর গ্রামে আয়েশা কমিউনিটি সেন্টার এ আ’লীগ ও সাংবাদিক নামধারী কাজী ফারুকের বিরুদ্ধে নানা অপকর্ম তুলে ধরে সংবাদ সম্মেলন করেন শুভপুর ইউনিয়ন আ’লীগ।

সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাযায়, কথিত আ’লীগ নেতা ও সাংবাদিক কাজী ফারুক বিভিন্ন সময় বিভিন্ন দলের রাজনীতি করে আসছে। উনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে ইদানিং ফেনী ও ছাগলনাইয়া উপজেলা আ’লীগ নেতাকর্মিদের সুনাম ক্ষুন্ন করে মিথ্যা বানোয়াট কুৎসা রটনা করে যাচ্ছে। এ ধারাবাহিকতায় ছাগলনাইয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল এর বিরুদ্ধে তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে ও কইয়া দিমু নামক পেইজ থেকে বিভিন্ন মিথ্যা অপপ্রচার রটিয়ে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে এলাকাবাসি জানান, সে (কাজী ফারুক) এলাকার মানুষকে বিদেশ পাঠানোর কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যায় সাংবাদিকের এক প্রশ্নের জবাবে জানাযায়, ছাগলনাইয়া পৌরসভার নাগরিক না হয়েও সে পৌরসভার নির্বাচনে প্রার্থী হয় যাহা সম্পুর্ন বেআইনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে কাজী ফারুক শান্ত হননি, গত সোমবার (৪ জানুয়ারি) ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে তাকে অপহরণের চেষ্টা, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ফেস্টুন ভাংচুর মিথ্যা ও কাল্পনিক অভিযোগ এনে মানববন্ধন করে। উক্ত মানববন্ধনে ফেনী জেলা কোন বাসিন্দা উপস্থিত ছিলনা বলে দাবি করেন সংবাদ সম্মেলন আয়োজনকারি শুভপুর ইউনিয়ন আ’লীগ।

সংবাদ সম্মেলনে ইউনিয়ন আ’লীগ সভানেত্রী নাজমা আক্তার বলেন, কাজী ফারুকের চরিত্র নিয়ে সমস্যা রয়েছে। ছাত্রলীগ নেতা আশরাফ উদ্দিন রাহাত বলেন, কথিত সাংবাদিক কাজী ফারুক ওরপে আ’লীগ নেতা অপকর্মের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান।

সাংবাদিকদের অন্য প্রশ্নে শুভপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ আবদুল্লাহ্ সেলিম বলেন, কথিত সাংবাদিক কাজী ফারুক বিভিন্ন সময় বিভিন্ন নেতার বিরুদ্ধে টাকার জন্য এসব ঘৃনিত অপপ্রচার চালান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক হাজী কামাল উদ্দিন, যুগ্ন সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান আবুল কালাম মাস্টার, ৭নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, ১নং ওয়ার্ডের সাধারন সম্পাদক নুরুল হুদা, ইউপি মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব, ৪নং ওয়ার্ডের সভাপতি হাজী নুরুল হক, ৫নং ইউপি সদস্য রফিকুল ইসলাম, ৭নং ওয়ার্ডের সভাপতি এসএম জাহিদ, ৮নং ওয়ার্ডের সভাপতি আলহাজ্ব মমিনুল হক পাটোয়ারী ও সাধারণ সম্পাদক নুর ইসলাম মেম্বার, ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সফিকুর রহমান, ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম, সাবেক যুবলীগ সভাপতি মোঃ সেলিম, যুবলীগের সভাপতি সিরাজুল ইসলাম লিটন, ইউপি আ’লীগের সহ-যুগ্ন সম্পাদক হাজী শাহজাহান, ৩নং ওর্য়াড ইউপি সদস্য আনোয়ার হোসেন পলাশ, ৮নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আবদুল আল মহসিন, উপজেলা যুবলীগের সমাজকল্যাণ বিষয়ক সভাপতি মিজান আহমেদ চৌধুরী, শুভপুর ইউনিয়ন আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ এলাকার সর্বস্তরের জনগন।

উল্লেখ্য যে, সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ পাঠ করেন, শুভপুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ আবদুল্লাহ্ সেলিম।

Don`t copy text!