বাহরাইনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত এক বছরে দেশটিতে অবস্থানরত ২৭ বাংলাদেশি মারা গেছেন। আর একই সময়ে মোট মারা গেছেন ১২৯ জন বাংলাদেশি। বাহরাইনে বাংলাদেশ দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছে। তবে বর্তমানে দেশটিতে অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে করোনা পরিস্থিতি। গত বছরের ২২ ফেব্রুয়ারি বাহরাইনে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়ার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া নির্দেশনার মধ্যে বেশীরভাগই মাস্ক, জনসমাগম ও সামাজিক দূরত্বসহ বেশ কয়টি নির্দেশনা বাস্তবায়নের মধ্য দিয়ে নিয়ন্ত্রণে সাফল্য অর্জন করে আসছে দেশটি।