মোঃ আবদুল মান্নান, অফিসার থানার সার্বিক দিক- নির্দেশনায় এএসআই (নিঃ)/ মোঃ শাহজালাল সংঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া সি আর ৯৪/২০২০ (শাহরাস্তি) এর ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী অহিদুর রহমান, পিতা- আবুল খায়ের, সাং- পাথৈর আলোক দিয়া, থানা- শাহরাস্তিু, জেলা- চাঁদপুরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করেন।