আকাশ সরকার,রাজশাহী ব্যুরো:
মহাত্মা গান্ধী গোল্ড মেডেল-২০২০ পদক পেলেন আরএমপি কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ এসএম মাসুদ পারভেজ অফিসার ইনচার্জ, কাশিয়াডাঙ্গা থানা, আরএমপি, রাজশাহী এসএম মাসুদ পারভেজ কে মানবাধিকার ও পরিবেশ সাংবাদিক সোসাইটি (মাপসাস) এর পক্ষ থেকে মহাত্না গান্ধী গোল্ড মেডেল-২০২০ প্রদান করা হয়,