ঢাকাশনিবার , ২ জানুয়ারি ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে শিশুদের হাতে তুলে দেওয়া হলো নতুন বই- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জানুয়ারি ২, ২০২১ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ মিরসরাইয়ে স্বাস্থ্য বিধি মেনে শিশুদের হাতে তুলে দেওয়া হলো নতুন বই। প্রতি বছরের মত এবারও বছরের প্রথম দিন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। করোনা মহামারির কারণে বিগত বছরগুলোর মতো এবার উৎসবের আমেজ ছিল না। শুক্রবার (০১ জানুয়ারী) সকাল ১০টা থেকে স্বাস্থ্যবিধি মেনে নতুন বই বিতরণ করেছেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা।
আনুষ্ঠানিক ভাবে মিরসরাই এসএম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সরকারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়। বই বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরী, মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি নুরুল আলম, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাদমান সময়, সহ-দপ্তর সম্পাদক ইকবাল হোসেন জীবন সহ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা গণ উপস্থিত ছিলেন।
সরকারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা জানান, সরকারি নির্দেশনা মেনে তারা যথাযথ সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করছেন। যেসকল শিক্ষার্থী আসতে পারেনি তারা কিংবা তাদের অভিভাবকরা পরবর্তীতে স্কুল থেকে বই সংগ্রহ করতে পারবে। এদিকে সারা বছর স্কুলে আসতে না পারলেও বছরের প্রথম দিন নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তারা জানায়, বই পেয়ে তারা খুব খুশি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরী জানান, সমগ্র উপজেলায় বছরের প্রথম দিন থেকে বই বিতরণ শুরু হয়েছে। এ বছর উপজেলার ২৬২ প্রাথমিক বিদ্যালয়ের ৫৪ হাজার শিক্ষার্থীকে ৩ লাখ নতুন বই দেয়া হবে।

Don`t copy text!