শুভ নববর্ষ, নতুন দিনের নতুন সূর্য, নতুন প্রাণ, নতুন সুর, নতুন গান, নতুন আলোয় এই পৃথিবী হোক আনন্দময়।
আসুন নতুন বছরে সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতির কল্যাণে কাজ করি। আসুন মেতে উঠি একই সুরে আমাদের প্রাণের সুর।
এবারের ইংরেজী নববর্ষ সবার জীবনে বয়ে আনুক সাফল্য, সুখ, শান্তি। এই নতুন বছরের নতুন দিনে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা” সেই সাথে সবার তরে শুভকামনা রইল, দৈনিক বাংলার অধিকার এর পক্ষ থেকে জানাই সবাইকে জানাই ভালোবাসা ও শুভকামনা। সেই সাথে দেশ ও জাতির কল্যাণে সকলের দোয়া প্রার্থনা করছি।