রাজশাহী কাটাখালি পৌরসভা আট নম্বর ওয়ার্ডে ইভিএম লুট ও হামলার ঘটনায় ২১৭ জনের নামে মামলা হয়েছে। এই মামলায় ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞত আরও ২০০ জনকে আসামি করা হয়েছে। ২৯ নভেম্বর মঙ্গলবার বেলা ১২ টার দিকে কাটাখালি থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নির্বাচন পরবর্তীতে শ্যামপুরের ৮ নম্বর ওয়ার্ডে একটি ভোট কেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার অভিজিত এই মামলা দায়ের করেন। মামলার পরে আসামিদের গ্রেফতারের অভিযান চলছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
প্রসঙ্গত, ২৮ ডিসেম্বর সোমবার কাটাখালীর নয়টি ওয়ার্ডে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে মেয়র হিসেবে জয় পেয়েছেন আব্বাস আলী ১৬১৬৫ ভোট পেয়ে