ঢাকামঙ্গলবার , ২৯ ডিসেম্বর ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে ভোক্তা অধিকার অবহিতকরণ সভায় মেয়াদ উত্তীর্ণ বিস্কুট উদ্ধার দুই দোকানীকে ৩০ হাজার টাকা জরিমানা-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
ডিসেম্বর ২৯, ২০২০ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসন আয়োজিত ভোক্তা অধিকার অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক আলোচনা সভায় মেয়াদ উত্তীর্ণ বিস্কুট সরবরাহ করায় ব্যবসায়ীকে জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন মাধ্যমিক শিা অফিসার মোঃ রুকন উদ্দিন, সাংবাদিক শামছ-ই তাবরিজ রায়হান, আবু হানিফ সরকার ও ব্যবসায়ী শহিদুল ইসলাম প্রমূখ।

আলোচনা সভার একপর্যায়ে উপস্থিত ব্যবসায়ী ও ভোক্তাদের আপ্যায়নে ল্যাক্সাস বিস্কুট ব্যবহার সরবরাহ করা হলে বিস্কুটের প্যাকেটে মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখতে পান। তাৎণিকভাবে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরশাদ উদ্দীন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা পরিষদের সামনের টিকলি ষ্টোরের মালিক শ্রী নরেন্দ্রের পুত্র পল্টনকে ২০ হাজার টাকা ও তার পাশের দোকান তাসিন ষ্টোরের মালিক নরুউদ্দীনের পুত্র সাকিবকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে ব্যবসায়ীরা জরিমানার টাকা পরিশোধ করে ছাড়া পায়। এ বিষয়ে ইউএনও মোঃ এরশাদ উদ্দীন বলেন, মেয়াদ উত্তীর্ণ খাদ্য সরবরাহ অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

Don`t copy text!