ঢাকাসোমবার , ২৮ ডিসেম্বর ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

বিজয় দিবস উপলক্ষে দিনাজপুর সংগীত শিল্পী কল্যাণ পরিষদের আয়োজনে আলোচনা সভা ও দেশাত্মবোধক গানের অনুষ্ঠান- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
ডিসেম্বর ২৮, ২০২০ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

মো. মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুর :

মহান বিজয় দিবস-২০২০ উপলক্ষে দিনাজপুর সংগীত শিল্পী কল্যাণ পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও দেশাত্মবোধক গানের অনুষ্ঠান।

২৭ শে ডিসেম্বর, ২০২০ রোববার সন্ধ্যা ৭টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে দিনাজপুর সংগীত শিল্পী কল্যাণ পরিষদের সভাপতি ফরহাদ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্‌সী বাচ্চু। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস. এম খালেকুজ্জামান রাজু, সংগীত শিল্পী কল্যাণ পরিষদের উপদেষ্টা মোঃ আবু বক্কর সিদ্দিক। স্বাগত বক্তব্য রাখেন সংগীত শিল্পী কল্যাণ পরিষদের সহ-সভাপতি হাসান আলী শাহ ও সাধারন সম্পাদক প্রশান্ত কুমার রায়।

নিরাপদ সড়ক চাই-দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ হারুন-উর-রশিদ এর সঞ্চালনায় আলোচনা সভা শেষে মনমুগ্ধকর পরিবেশে অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ফরহাদ আহমেদ, হাসান আলী শাহ, শফিকুল ইসলাম বকুল, প্রশান্ত কুমার রায়, রেখা সাহা, মোসা. মাসুদা খাতুন, পম্পি সরকার, রাইসা তাসনিম, ডলফি দিশা, সম্ভুনাথ ঘোঘ, নোভা রানী, লক্ষ্মী কান্ত রায়, শিমুল কর্মকার ও স্বাধীন পারভেজ।

যন্ত্রে সহযোগিতায় ছিলেন তবলায় – লক্ষীকান্ত রায়, নোটন সরকার ও মদন সরকার, গিটারে শাওন, প্যাডে শাহিন, সুর কম্পোজিশনে হাসান আলী শাহ।

এছাড়াও অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করেন প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক বাসুদেব শীল।

Don`t copy text!