কুমিল্লা জেলার বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের, খোশবাস উচ্চ বিদ্যালয় মাঠে আজ ২৬ ডিসেম্বর বিকাল ৪.০০ টায়, অসহায় এবং শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরনের উদ্বোধন করেন সিঙ্গাপুর আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা এবং খোশবাস ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সবেক মোঃ মনিরুজ্জামান (মানিক), আজ শনিবার তার নিজ ইউনিয়নে এই কম্বল বিতরনের শুরু করেন, প্রথম পর্যায়ে শীতার্ত ৫৫০ টি পরিবারের মধ্যে এই কম্বল বিতরন করা হবে এবং শীত উপলক্ষে পর্যাক্রমে এই কম্বল বিতরন কর্মসূচি চলমান থাকবে, মনিরুজ্জাম মানিক বলেন দেশ এবং সমাজের প্রতি প্রতিটি নাগরিকের দায়িত্ব আছে তাই আমার নিজ দায়বদ্ধতা থেকে আমি সমাজের এবং এলাকার মানুষের জন্য সব সময় কাজ করেছি ছুটে এসেছি, এবং আগামী দিনেও কাজ করতে চাই, বিগতদিনে তিনি তার এলাকায় সব ধরনের পরিস্থিতিতে অসহায় মানুষের জন্য কাজ করেছেন করনা কালিন সময়ে অসহায় মানুষের জন্য উপহার সামগ্রি বিতরণ সহ বিভিন্ন ঈদ, পূজা এবং দূর্যোগকালীন সময়ে মানুষের জন্য উপহার সামগ্রিক নিয়ে ছুটে আসায় সমাজ সেবক হিসেবে তার সুনাম রয়েছে বলে জানায়, তার এমন উদারতা এবং মানুষের জন্য কাজ কারার আগ্রহ দেখে এলাকার মানুষ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পার্থী হিসেবে দেখতে চান, এবং আগামী খোসবাস ইউনিয়নে পার্থী হিসেবে তিনি নির্বাচনে প্রতিধন্ধীতা করতে চান,
কম্বল বিতরন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুল ইসলাম,সভাপতিত্ব করেন, মোঃ মনিরুজ্জামান মানিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরুড়া উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন লিংকন, ভাইস-চেয়ারম্যান রোটা. কামাল হোসেন, গালিমপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম।
মনিরুল ইসলামের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খোশবাস উচ্চ বিদ্যালয় ও কলেজ এর অধ্যক্ষ মোঃ শাহ আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম,৬নং ওয়ার্ড মেম্বার আনোয়ার হোসেন, মোঃ গণি মিয়া, মোঃ ফরিদ উদ্দিন ফটিক সহ অন্যানরা
কম্বল বিতরণ অনুষ্ঠানে, নির্বাহী কর্মকর্তা আনিসুল ইসলাম বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে মনিরুজ্জামান মানিক কম্বল বিতরণের অনুষ্ঠানের মধ্যে দিয়ে সুবিধাবঞ্চিত মানুষের পাঁশে যে ভাবে দাঁড়িয়েছেন আমরা উপজেলা প্রশাসন চাই মানিক মিয়া সব সময় মানবতার কল্যাণে কাজ করে যাবেন।