মিরসরাই প্রতিনিধিঃ
সমুদ্র উপকূলীয় জনপদের মানুষের জান-মাল ও প্রাণী সম্পদ রক্ষার্থে মানুষকে সচেতন করার লক্ষ্যে, সামুদ্রিক জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, সিডর, আইলাসহ নানাবিদ দূর্যোগ মোকাবেলায় মিরসরাইয়ে ঘূর্ণিঝড় ও সিপিপি কার্যক্রম মূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ ডিসেম্বর) বেলা ১২টায় উপজেলা সিপিপির আয়োজনে মিঠাছরা উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুর রহমান।
সীতাকুন্ড উপজেলা সিপিপি নজরুল ইসলামের সঞ্চালনায় ও মিরসরাই উপডজেলা সিপিপি টিম লিডার এম সাইফুল্লাহ দিদারের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম ডিস্ট্রিক পরিচালক রুহুল আমিন, মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমদাদুল হক, সহকারী প্রধান শিক্ষক জামশেদ আলম। এসময় মিরসরাই সদর, মিঠানালা, ইছাখালী, কাটাছরা, ওচমানপুর ও ধুম ইউনিয়নের টিম লিডার ও সেচ্ছাসেবক বৃন্দ উপস্থিত ছিলেন।