সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া উপজেলার ৫ নং মহামায়া ইউনিয়ন পূর্বদেবপুর গ্রামে বসতবাড়ি সীমানা টিনের বেড়া ও অন্যন্য স্থাপনা কুপিয়ে ক্ষয়ক্ষতি করা সহ প্রকাশ্য প্রাননাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ১ টায় ঐ গ্রামের আলী কাজী বাড়িতে।
এবিষয়ে শনিবার (২৬ ডিসেম্বর) জসিম উদ্দিনের স্ত্রী খোদেজা আক্তার (৪০) বাদি হয়ে আসামী একই বাড়ির আবদুর রাজ্জাকের ছেলে মোশাররফ হোসেন, মোঃ ইয়াছিন, মোঃ মোকাররম হোসেন, জালাল আহমদের ছেলে আলাউদ্দিন, মৃত বেলু মিয়ার ছেলে আবদুর রাজ্জাক, জালাল আহমেদ সহ অজ্ঞাত ৩/৪ জনকে আসামী করে ছাগলনাইয়া থানায় একটি অভিযোগ পত্র দায়ের করেছেন।
বাদী খোদেজা আক্তার লিখিত অভিযোগে জানান, দির্ঘদিন ধরে আসামীদ্ধয় আমার ভোগ দখলীয় জায়গা ও বসতভিটা অবৈধভাবে দখলের চেষ্টা করছিলেন। এনিয়ে দীর্ঘদিন যাবত দু’পক্ষের বিরোধ চলছিলো এবং একাধিকবার শালিসও হয়। এনিয়ে আসামীদের বিরুদ্ধে আদালতে সিআর মামলা করি (মামলা নং- ১৬২/২০) যাহা বর্তমানে চলমান রয়েছে। মামলা করার পর পরই আসামীদ্ধয় ক্ষিপ্ত হয়ে আমাদের খুন জখম এমনকি প্রাননাশের হুমকি প্রদান করে আসছে প্রতিনিয়ত। তারই ধারাবাহিকতা আসামীদ্ধয় পূর্ব পরিকল্পনা অনুযায়ী শুক্রবার রাত ১ টায় হঠাৎ করে আমার ভোগ দখলীয় জায়গা ও বসতভিটার সীমানায় টিনের বেড়া ও অন্যন্য স্থাপনায় দা, ছেনি সহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে সবকিছু ভাংচুর করে। যার ক্ষতির পরিমান প্রায় ৫০ হাজার টাকা। এমতাবস্থায় বাঁধা দিতে আসলে আমাকে সহ আমার পরিবারের সকল সদস্যদের প্রকাশ্য মেরে ফেলার হুমকি প্রদান করেন। বাদী লিখিত অভিযোগে আরো জানান, বিজ্ঞ আদালত থেকে মামলাটি প্রত্যাহার না করলে আসামীদ্ধয় প্রকাশ্য বলে থাকে যেকোন মুহুর্তে মেরে পেলতে আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে। আসামীদের প্রতিনিয়ত হুমকি ধমকিতে আমি সহ আমার পরিবারের সকল সদস্য চরম নিরাপত্তাহীনতা ভুগছি। তাই নিরাপত্তা চেয়ে ও আসামীদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি।
অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে ছাগলনাইয়া থানা তদন্ত (ওসি) মাহবুবুর রহমান পিপিএম বলেন, ঘটনাটি তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এবিষয়ে এসআই শংকর সাহাকে সরেজমিনে গিয়ে তদন্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান।