দেশের উত্তরপশ্চিমাংশে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশে আগামী তিন দিনে রাতের আরও কমতে পারে শীতের তাপমাত্রা । শুক্রবার সকালে অধিদপ্তরের এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া শুক্রবার মধ্য রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে উল্লেখ করে পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।