ঢাকাশুক্রবার , ২৫ ডিসেম্বর ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

করোনায় ঝুঁকি নিয়ে কাজ করায় ১০০ জনকে সম্মাননা-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
ডিসেম্বর ২৫, ২০২০ ১০:০১ অপরাহ্ণ
Link Copied!

করোনার শুরুতে চাঁদপুরে আক্রান্তদের চিকিৎসাসেবা, মৃতদের দাফন ও সৎকারে স্বেচ্ছাসেবক, সরকারি প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মী হিসেবে সাহসী ভূমিকা পালন করায় হাজীগঞ্জ প্রেস ক্লাবসহ ১০০ জনকে সম্মাননা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার রাতে চাঁদপুরের হাজীগঞ্জে একটি কমিউনিটি সেন্টারে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়। প্রিয় চাঁদপুর পত্রিকার উদ্যোগে এ সম্মাননার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মাহবুব রহমান। বিশেষ অতিথি ছিলেন হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন উজ্জ্বল, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মাহফুজুল হক, দৈনিক চাঁদপুর প্রবাহের প্রকাশক ও সম্পাদক নিলুফা ইয়াসমিন, ডা. মাসুদ হাসান, হাজীগঞ্জ থানার ওসি আলমগীর হোসেন রনি, হাজীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম প্রমুখ।

মোশাররফ হোসেনের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন প্রিয় চাঁদপুর সম্পাদক সাইফুল ইসলাম সিফাত, মজিবুর রহমান রনি এবং উপস্থাপনায় ছিলেন জাহিদুল ইসলাম।

এ সময় পুলিশ সুপার বলেন, প্রিয় চাঁদপুর যে আয়োজনটি করেছে তা সত্যি প্রশংসার দাবি রাখে। এজন্য আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।

করোনায় আক্রান্তদের চিকিৎসাসেবা, মৃতদের মরদেহ দাফন ও সৎকার, করোনায় আক্রান্তদের হাসপাতালে নিয়ে যাওয়া, হোম কোয়ারেন্টিন নিশ্চিত এবং লকডাউন পালনে স্বেচ্ছাসেবী, সরকারি সহায়তায় প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, জনপ্রতিনিধি এবং করোনা সম্পর্কে সচেতনতা বাড়াতে ভূমিকা পালন করেছেন এমন ১০০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও উপহারসামগ্রী দিয়ে সম্মাননা জানানো হয়।

এ অনুষ্ঠানে সারা জেলা থেকে শতাধিক গণমাধ্যমকর্মী যোগ দেন। যারা করোনার মাঝেও জীবনের ঝুঁকি নিয়ে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করেছেন।

Don`t copy text!