ঢাকাশুক্রবার , ২৫ ডিসেম্বর ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

শীতার্তদের পাশে মানবিক উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
ডিসেম্বর ২৫, ২০২০ ১২:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

ফেনীর ছাগলনাইয়া শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন মানবিক উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের চৌধুরী। সারাদেশে চলছে পৌষের শীতের তীব্রতা। পৌষের কনকনে শীতে কাঁপছে অসহায় হতদরিদ্র মানুষগুলি। ঠিক সেই সময় তাদের পাশে গিয়ে দাঁড়ালেন তিনি। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) উপজেলা মহামায়া ইউনিয়নের গুচ্ছ গ্রামের প্রায় অর্ধ শতাধিক অসহায় শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন নিজ হাতে। কম্বল বিতরণ এর সময় আরো উপস্থিত ছিল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফরহাদ লতিফ সহ অন্যন্য কর্মকর্তাবৃন্দ।

একই দিন রাত ১১ টায় ছাগলনাইয়া পৌর শহরের ছিন্নমূল অসহায় হতদরিদ্র শীতার্তদের মাঝেও কম্বল বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিল পৌর মেয়র এম. মোস্তফা সহ আরো অনেকেই।

এ বিষয়ে ইউএনও বলেন, বিত্তবান মানুষ গরম কাপড় ক্রয় করে শীত নিবারণ করলেও গরীব-ছিন্নমূল মানুষেরা টাকার অভাবে ক্রয় করতে পারছে না। তাই অসহায় দরিদ্র, ছিন্নমুল ও নিম্ন আয়ের মানুষের জীবনে নেমে এসেছে চরম দূর্ভোগ। প্রচন্ড ঠান্ডার কারণে দিনমজুর শ্রেনীর মানুষেরা শ্রমিকের কাজে যেতে পারছে না। এরাই প্রকৃত শীতার্ত। তাদের কষ্ট কিছুটা লাঘব করার জন্য রাতে বের হওয়া। সমাজের সকল বিত্তবানদের আহবান জানান, অসহায় দিনমজুর শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানোর।

Don`t copy text!