সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ মানুষ মানুষের জন্য এ উপলব্ধি ও গভীরতা এদেশের অনেকের মাঝে নেই। আর নেই বলেই মানব সেবার মহৎ কাজে অনেকেরই তেমন আগ্রহ দেখা যায় না। মানব সেবার নামে আত্মসেবার প্রবনতাটাই এদেশে চোখে পড়ে বেশি। মানব সেবা থেকেই সমাজ সেবার প্রশ্নটি এসে যায়। এ দেশে এখনো এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা আসলেই মানবসেবায় যথেষ্ট আন্তরিক। মহান সৃষ্টিকর্তার সৃষ্টি মানুষের সেবাকেই তারা পরমধর্ম বলে বিশ্বাস করেন। এ ধর্ম পালনের লক্ষ্যেই তারা সমাজ সেবামূলক সংগঠন গড়ে তোলেন একান্ত ভাবে নিজের উদ্যোগে। সমাজ সেবা একটি কঠিন কাজ। শুধু অর্থবিত্ত থাকলেই সমাজ সেবা করা যায় না বা সমাজ সেবক হওয়া যায় না। আবার অর্থবিত্ত না থাকলেও সমাজ সেবকের পরিচিতি লাভ করা যায় না। এটা নির্ভর করে মন ও মানসিকতার উপর। সেবার ধরনেই প্রমান মিলে সমাজ সেবায় কে কতটা আন্তরিক।
এমন লোক এখনো এ দেশে আছে যাদের মাঝে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এ উপলব্ধির যথেষ্ট গভীরতা রয়েছে। সাধ্য না থাকলেও মানব সেবার তাগিদ রয়েছে তাদের ভেতরে। এই তাগিদ বোধ থেকেই জড়িয়ে যান তারা সমাজসেবার কাজে। এমনি একজন সমাজ সেবক, শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ যিনি তারুন্য উদ্যম আর অফুরন্ত প্রাণ শক্তির অধিকারী, সৎগুণাবলীর মানুষ ও জনকল্যাণে নিবেদিত প্রাণ, সর্ব সাধারণের অত্যান্ত আপনজন, গরীব দুঃখী মেহনতী মানুষসহ ছাগলনাইয়ার আপামর জনসাধারণের বন্ধু, সময়ের সাহসী সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ছাগলনাইয়া পৌরসভার পূর্ব বাঁশপাড়ার কৃতি সন্তান ও উপজেলা যুবদল নেতা হাফেজ মোঃ সোহারব হোসেন। তাঁর পিতা মরহুম জালাল মাস্টার। তারই যোগ্য সন্তান হাফেজ মোঃ সোহারব হোসেন সমাজ সেবায় এক উজ্জ্বল নক্ষত্র। তিনি এমনই একজন মানুষ তাকে সব শ্রেণির মানুষ ভালবাসেন, আর তিনিও তাদেরকে ভালবাসেন। হাফেজ মোঃ সোহারব হোসেন চান না তার দ্বারা কোন মানুষ বিন্দু পরিমান হয়রানি বা কষ্ট পাক। মানুষের সুখে দুঃখে তাদের সেবা করতে পারলে তিনি নিজেকে ভীষণ গর্বিত মনে করেন।
হাফেজ মোঃ সোহারব হোসেন দৈনিক বাংলার অধিকার এর প্রতিবেদককে জানান, আসন্ন ছাগলনাইয়া পৌর নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হাই কমান্ড থেকে যদি দলীয়ভাবে মনোনয়ন কিংবা সবুজ সংকেত দেয় আমাকে তাহলে পৌর নির্বাচনে মেয়র পদে লড়াই করার ইচ্ছা পোষন করেন। তিনি আরো বলেন, ছাগলনাইয়া পৌরবাসির আন্তরিকতা ভালবাসা ও ভোটে নির্বাচিত হলে পৌরবাসীর জন্য সার্বক্ষণিক নাগরিক সেবা প্রদান, পরিছন্ন ও পরিকল্পিত পৌরসভা, দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত পৌরসভা গঠনের লক্ষ্যে কাজ করে যাবে বলে অঙ্গিকার করেন। এছাড়াও হাফেজ মোঃ সোহারব হোসেন এলাকার বিভিন্ন ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সেবামূলক সংগঠনের সাথে নিবিড়ভাবে জড়িত রয়েছেন।