সাইফুদ্দিন, নিজস্ব প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় ম্যাক্স নিউট্রিওয়াশ প্রোগ্রাম এর অর্ধ বার্ষিক মেন্টর কনফারেন্স -২০২০ অনুষ্ঠিত হয়েছে।স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সহযোগিতায় ম্যাক্স নিউট্রিওয়াশ প্রোগ্রাম বাংলাদেশের উপকূলীয় (০৫)টি জেলা,পটুয়াখালী, বরগুনা, খুলনা,সাতক্ষীরা ও যশোরের নির্বাচিত ৬২ টি ইউনিয়নের অন্তর্ভুক্ত গ্রামের মানুষের সাস্থ্যসেবা উন্নয়ন, মাতৃ ও শিশু মৃত্যুহার হ্রাস,উন্নত স্যানিটেশন নিশ্চিত সহ গ্রামের মানুষদের সাস্থ্য সচেতনায় কাজ করে যাচ্ছে।তারই ধারাবাহিকতায় গলাচিপা উপজেলার বকুলবাড়ীয়া ইউনিয়নে মাক্স নিউট্রিওয়াশ প্রোগ্রাম এর অর্ধবার্ষিকি সম্মেলন অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আহছানিয়া মিশনের ম্যাক্স নিউট্রিওয়াশ প্রোগ্রাম গলাচিপা উপজেলার প্রজেক্ট ম্যানেজার মোঃ মনিরুজ্জামান প্রিন্স,এবং সভাপতিত্ব করেন বকুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব আবু জাফর খান।তারা বলেন,উপকুলীয় অঞ্চলের মানুষ যাতে সাস্থ্য সেবায় পিছিয়ে না পরে,সাস্থ্য এবং স্যানিটেশন সম্পর্কে সচেতন হয় তারই লক্ষ্যে ম্যাক্স নিউট্রিওয়াশ কাজ করে যাচ্ছে।এবং ধারাবাহিক ভাবে তা অব্যাহত থাকবে।এ প্রোগ্রামে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সচিব,২৭ জন মেন্টর সহ মোট ৪৫ জন অংশগ্রহণ করেন।