পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখার ডেপুটি রেজিস্ট্রার মোঃ আরিফ আহমেদ জুয়েল পবিপ্রবি’র এগ্রোনমী বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। ১৯ ডিসেম্বর শনিবার রিজেন্ট বোর্ডের ৪৬তম সভায় তাঁর এ ডিগ্রি অনুমোদিত হয়। বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক, কৃষি বিজ্ঞানী ও ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুনর রশীদের তত্ত্বাবধানে তিনি গবেষণা করেন। তাঁর গবেষণার বিষয় ছিল “জোয়ার ভাটা উপদ্রুত এলাকায় স্থানীয় আমন জাতের উৎপাদন কৌশল নির্ধারণ।” ড. মোঃ আরিফ আহমেদ জুয়েল পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবনের সকল পরীক্ষায় তিনি প্রথম শ্রেনী অর্জন করেন এছাড়াও পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেন। তাঁর পিতা মরহুম জলিল আহমেদ মিয়া গলাচিপা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও একজন বিশিষ্ট সমাজ সেবক ছিলেন। আরিফ আহমেদ জুয়েলের মা মিসেস আলেয়া বেগম পেশায় একজন শিক্ষক ছিলেন। তিন ভাই-বোনের মধ্যে কনিষ্ঠ ড. মোঃ আরিফ আহমেদ জুয়েল ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০০৩ সালে বিএনপি-জামাত জোট সরকারের দমন পীড়নের রাজনীতির মধ্যেও ছাত্রলীগের আহবায়ক নির্বাচিত হন এবং দায়িত্ব পালন করতে গিয়ে তিনি বারবার নির্যাতিত হন। কর্মজীবনে তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের নির্বাচিত সভাপতি ছিলেন। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ে আওয়ামী পেশাজীবি সংগঠন বঙ্গবন্ধু সমন্বয় পরিষদ প্রতিষ্ঠায় অগ্রনী ভূমিকা রাখেন এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘ বছর দায়িত্ব পালন করেন। তিনি নিজ উপজেলায় ও সমাজসেবায় অনেকগুন এগিয়ে আছেন, গলাচিপা উপজেলার জনপ্রিয় সংগঠন হলো, গলাচিপা মানব কল্যাণ সংস্থা-Gmks এর উপদেষ্টা হিসাবে দীর্ঘ সময় দায়িত্বশীল হিসাবে আছেন। বিবাহিত জীবনে তিনি দু সন্তানের জনক। ড. মোঃ আরিফ আহমেদ জুয়েলের জন্য পরিবারের পক্ষে তাঁর মা সকলের নিকট দোয়া কামনা করেছেন।