আবারও দাম বেড়েছে চাল, সয়াবিন তেলের। এর ফলে টানা ৩য় সপ্তাহে পণ্য ২টির দাম বাড়ল। সঙ্গে বেড়েছে পেঁয়াজ, আলু এবং ময়দার দামও।
টিসিবির প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। মিনিকেট-নাজির চালের কেজি ৪-৫ টাকা বেড়ে হয়েছে ৬০-৬৫ টাকা। ১ লি. সয়াবিন বোতলের দাম ৪-৫ টাকা বেড়ে হয়েছে ১১৫-১২৫ টাকা। ২-৩ টাকা বেড়ে আলু বিক্রি হচ্ছে ৪০-৪৫ টাকা আর ৪-৫ টসকা বেড়ে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০-৬৫ টাকা। বেড়েছে ছোলা, জিরা, ডিমের দামও।