দীর্ঘ ১০ বছর পর কচুয়ার তৎকালীন এসিল্যান্ড মোস্তাফিজুর রহমানের সরকারি ভুমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনাকে কেন্দ্র করে তাহার উপর অতর্কিত হামলা মামলার রায় গতকাল রোববার চাঁদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ১ এর বিচারক জনাব কামাল উদ্দিনের আদালত প্রদান করেন।
উক্ত রায়ে মামলার আসামী কচুয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আব্দুল্লা আল মামুন কে ৪ বছর,আওলাদ হোসেন, সোহাগ উদ্দিন, এমরান হোসেন,বিল্লাল হোসেন প্রত্যেককে ২ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
মামলা সূত্রে জানাযায় যে,২০১০ সালে কচুয়া বাজারে সরকারি ভুমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ পরিচালনা করার পর তৎকালীন কচুয়া উপজেলার এসিল্যান্ড মোঃ মোস্তাফিজুর রহমান কচুয়া বাজারস্ত ভুমিকা অফিসে অবস্থান কালীন সময়ে আসামিগন একযোগে মামলার বাদী মোস্তাফিজুর রহমানের উপর অতর্কিত হামলা করে তাহাকে গুরুতর রক্তাক্ত জখম করেন।
উক্ত ঘটনায় উপরোক্ত আসামীগনকে বিবাদী করে বাদী মোস্তাফিজুর রহমান একটি মামলা দায়ের করেন। যাহা জি আর ১৭/২০১০ নং মোকদ্দমা শ্রেনিভুক্ত হয়।
সরকার পক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি)এ্যাডভোকেট এ বি এম সানাউল্লাহ ও এ্যাডভোকেট সানজিদা ইয়ারিন মেহবুবা মামলা পরিচালনা করেন।