দুই হাজার তম শাখাসহ ১২৭টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করেন ম্যানেজিং ডিরেক্টর ও সিইও, ইসলামী ব্যাংক লিমিটেডে মো. মাহবুব-উল-আলম । রবিবার(১৩ ডিসেম্বর) সকালে হাজীগঞ্জ উপজেলার (বটতলা) কাশিমপুর বাজারে হাজীগঞ্জ শাখার অধীনে এজেন্ট ব্যাংকিং আউটলেট “ভিডিও কনফারেন্সে” উদ্বোধন করা হয়।
ওই সময় প্রধান অতিথি হিসেবে” ভিডিও কনফারেন্সে” বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মাহবুব-উল-আলম। হাজীগঞ্জ উপজেলার কাশিমপুর বাজারে মেসার্স নাভা এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী ইসমাইল হোসেন এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে কাশিমপুর বাজার এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শুরুতেই প্রথমেই কোরআন তেলোয়াত করেন হাফেজ মো. নাজমুল আজাদ।
হাজীগঞ্জ শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ম্যানেজার অপারেশন মো. আবুল কালাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ১০নং গন্ধর্ব্যপুর( দঃ) ইউপি চেয়ারম্যান মো: গিয়াস উদ্দিন বাচ্চু, সাবেক ইউপি চেয়ারম্যান মো: বিল্লাল হোসেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম,
দেশগাঁও জয়নাল আবেদীন উবির প্রধান শিক্ষক মো.মনির হোসেন,দেশখাঁগুড়িয়া স.প্রা.বির প্রধান শিক্ষক মাষ্টার মো. হাবিবুর রহমান, ডাটরা শিবপুর আজিজিয়া দাখিল মাদরাসার সুপার মাও: মো. সফিকুল ইসলাম, ১০নং গন্ধর্ব্যপুর(দঃ) ইউপি সদস্য মো. মনির হোসেন প্রমুখ। ওইসময় এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দোয়াও মোনাজাত পরিচলনা করেনমানুরী ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাও: মো. মফিজুল ইসলাম।
ইসলামী ব্যাংক হাজীগঞ্জ শাখার আওতায় এটি ২৯তম শাখা। রবিবার একযোগে এ ব্যাংকিং শাখার সারা দেশে ১২৭টি শাখার উদ্বোধন হয়। এটি ১৯ তম শাখা। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ইসলামী ব্যাংকের কর্মকর্তা আজাদ হোসেন