বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উইন্টার ২০২০ টার্মে ভর্তিকৃত এমএস ও পিএইচডি ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন রবিবার বিশ্ববিদ্যালয়ের ড. এম. এ. ওয়াজেদ মিয়া কেন্দ্রীয় গবেষাগারের ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশন প্রোগ্রামে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ। ট্রেজারার তাঁর বক্তৃতায় নবাগত ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানান এবং বিশ্ববিদ্যালয় প্রণীত একাডেমিক ক্যালেন্ডার যথাযথভাবে অনুসরণপূর্বক ছাত্র-ছাত্রীদেরকে আরো বেশি মনোযোগী ও নিষ্ঠাবান হওয়ার প্রতি আরও গুরুত্বারোপ করেন এবং তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দেশ, সমাজ ও নিজ পরিবারের প্রতি দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানান।