কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের উপর আঘাত এবং জঙ্গিবাদ-মৌলবাদ ও সাম্প্রদায়িক তার বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় বিক্ষোভ মিছিল করেছে গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগ।
শনিবার(১২ডিসেম্বর) সকাল ১১টায় ঠাকুরগাঁওয়ের গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি গড়েয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গড়েয়া চৌরাস্তায় এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, তাঁতী লীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
পরে গড়েয়া চৌরাস্তায় আলোচনা সভায় বক্তব্য দেন,ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো,তিনি বলেন ভাস্কর্য আর মূর্তি এক জিনিস নয়। একটি মহল ষড়যন্ত্র করে এই ইস্যুকে পুঁজি করে দেশের ভেতর অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। আওয়ামী লীগ এই ষড়যন্ত্রকে রুখে দিবে।
গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফিজার রহমান দুলাল বলেন, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। আজ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর করা হয়েছে; এই আঘাত শুধু আওয়ামী লীগ নয়, পুরো দেশের মানুষ আঘাত পেয়েছে। যারা এ ঘটনার সাথে জড়িত রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রইছ উদ্দিন সাজু বলেন, একাত্তরে এই মৌলবাদী অপশক্তিকে মুক্তিযোদ্ধারা জবাব দিয়েছে, এখন আবার তারা মাথাচাড়া দিয়ে উঠতে চায়। তারা আবার সাম্প্রদায়িক উগ্রতা দেখাতে চাইলে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। যারা জাতির পিতার ভাস্কর্য ভেঙ্গেছে তাদের কোনোভাবেই ছাড় নয়।
এছাড়াও সমাজ সেবক সাজ্জাদুর রহমান শাহ সোহেল ও সমাজ সেবক আক্তারুল ইসলাম আক্তার বক্তব্য রাখেন।