ঝালকাঠি তে সামাজিক সংগঠন লাল সবুজ সোসাইটির উদ্দোগে গত ৬ডিসেম্বর ২০ইং তারিখে ঝালকাঠি অফিসার্স ও এলিট ক্লাব টেনিস মাঠে
৭দিন ব্যাপী নারীদের আত্মরক্ষার কৌশল প্রশিক্ষনের আয়োজন করা হয়, এতে অংশগ্রহন করে ঝালকাঠির প্রায় অর্ধাশতাধিক কন্যা শিশু ও নারী।
আন্তর্জাতিক ব্লাক বেল্টপ্রাপ্ত তায়কয়োন-দো খেলোয়াড় আয়শা সিদ্দিকা প্রশিক্ষনার্থী দেরকে প্রশিক্ষন প্রদান করেন।
১২ডিসেম্বর শনিবার হাসনাইন হাসান আবিরের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠান ও প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত জনাব আরিফুল ইসলাম(অতিরিক্ত জেলা প্রশাসক,সার্বিক)
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাসুমা আক্তার(সহকারী কমিশনার)
জনাব আহমেদ হাছান,(এন ডি সি)
,জনাব আল আমীন বাকলাই(উপজেলা যুব উন্নয়ন অফিসার ও কবি) জনাব পলাশ রায় (বিশিষ্ট সাংবাদিক ও কবি)এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী হাসান মাহমুদ, স্বপ্নপূরণ সমাজকল্যাণ সংস্থা র সভাপতি এইচ এম রিয়াজ খান, সাধারণ সম্পাদক সুমন সমাদ্দার ও বিশিষ্ট ক্রিয়া সংগঠক রুবেল খান।
অনুষ্ঠান টি সঞ্চালনায় ছিল সানজানা খান স্বপ্নীল
এ সময়ে লাল সবুজ সোসাইটির এর পক্ষ থেকে প্রধান অতিথি কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা নারী নির্যাতন বন্দ্বে নারীদের কে আত্মপ্রত্যয়ী ও আত্মনির্ভরশীল হওয়ার আহবান জানান,
তারা বলেন যে নারীরা এখন আর পিছিয়ে নেই,দেশ এগিয়ে চলছে উন্নয়ন এর মহাসড়কে,নারীরা ও এর সমান অংশীদার।
এবং এই ঝালকাঠি তে এই যুগান্তকারী উদ্দোগে র জন্য লাল সবুজ সোসাইটি কে সাধুবাদ জানান বক্তারা