আকাশ সরকার,রাজশাহী ব্যুরো:
রাজশাহীতে নতুন করে আরও ৫ জন করোনা আক্রান্ত হয়েছেন।গতকাল সন্ধ্যায় রামেক ল্যাবে ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে নমুনা পরীক্ষা শেষে যে ৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়, তাদের সকলেই নগরীর বাসিন্দা। এ নিয়ে আক্রান্তের পরিমাণ দাঁড়ালো ৫৬৩৩ জন। এর মধ্যে মারা গেছেন ৫৩ জন। তবে কত কয়েদিন ধরে মৃত্যুর হার শূন্যের কোটায় রয়েছে। আশারবানি এটাই। যদিও গত কয়েকদিন ধারা টানা আক্রান্ত রোগীর সংখ্যা লক্ষ্য করা গেছে। গত অন্তত ১০ দিন ধরে প্রতিদিনই আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে। অথচ মাঝে বেশ কয়েকদিন আক্রান্ত কখনো কখনো শূন্যের কোটায় ছিলো।
চিকিৎসকরা বলছেন, শীতজীনত রোগ এমনিতেই এই সময়ে বৃদ্ধি পাই। এরই মধ্যে করোনার দাপট চলছেই। ফলে রোগীও বাড়ছে হাসপাতালে। আবার করোনা নিয়ে সচেতনতাও কমেছে সাধারণ মানুষের মাঝে। ফলে এই রোগটি ধিরে ধিরে আবার বাড়তে শুরু করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
রাজশাহী জেলা সিভিল সার্জন এনামুল হক জানান, গত সোমবার (৭ ডিসেম্বর) পর্যন্ত রাজশাহীতে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিলো ৫৬১০ জন। আগেরদিন রবিবার ছিলো ৫৬০৪ জন। গত বুধবার বেড়ে দাঁড়ায় ৫৬২৮ জন। আজ বৃহস্পতিবার সাকলে সেটি ৫৬৩৩ জনে গিয়ে ঠেকেছে। এর মধ্যে মারা গেছে ৫৩ জন। এর মধ্যে শহরের বাইরে মারা গেছেন ২১ জন। বাকি ৩২ জন নগরীর বাসিন্দা।
আক্রান্তের মধ্যে শহরে আক্রান্ত দ্বিগুনেরও বেশি। এখানে মোট আক্রান্ত ৪১৯৬ জন। অথচ শহরের বাইরে নয় উপজেলা মিলে আক্রান্ত রোগীর সংখ্যা মাত্র ১৪৩৭ জন।