শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা কুলিয়ারচরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে গ্রাম পুলিশসহ ৩জন আহত ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী তিন নারী ফুটবলারকে জেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা ভয়াল সিনেমাটি সবার জন্য উন্মুক্ত সিরাজদিখানে নবাগত সহকারী পুলিশ সুপারের সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময় জনগণের অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে আনা হবে- ছাগলনাইয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত দাকোপের সাহেবের আবাদ শ্রীশ্রী কৃষ্ণের রাসমেলায় চতুর্থদিনে সাংকৃতিক সন্ধ্যা ঘোপাল যুবদলের লিফলেট বিতরণ ও গণসংযোগ ঠাকুরগাঁওয়ে তিন জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা ঠাকুরগাঁওয়ে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ইএসডিও’র আলোচনা সভা ও দোয়া মাহফিল ছাগলনাইয়ায় ৩০ কেজি গাঁজা উদ্ধার আটক ০১ রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে। দেশ চালাবে জাতীয় ঐক্যের সরকার। সনাতনীদের অস্তিত্ব রক্ষার্থে সকলকে একত্রিত হতে হবে ছাগলনাইয়া সেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ ও গণসংযোগ
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

ছাগলনাইয়ায় একই বাউন্ডারির মধ্যে দুইটি উচ্চ বিদ্যালয়-দৈনিক বাংলার অধিকার

সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ / ৬৪৩ সংবাদটি পড়েছেন
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০, ৯:৩৮ অপরাহ্ণ

সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ছাগলনাইয়া উপজেলাধীন ১০ নং ঘোপাল ইউনিয়ন নিজকুন্জরা গ্রামে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের পাশে ১৯৬৫ সালে নিজকুন্জরা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। আবার একই বাউন্ডারির মধ্যে ১৯৮১ সালে প্রবাহ সংঘ কর্তৃক নিজকুন্জরা কেজি আদর্শ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। শুরু থেকে এলাকার শিক্ষা অঙ্গনে দুইটি প্রতিষ্ঠানে এলাকার শিক্ষার্থীদের মেধা উন্নয়নে সমানতালে কাজ করে যাচ্ছেন।

২০১৮ সাল থেকে নিজকুন্জরা কেজি আদর্শ উচ্চ বিদ্যালয় ৮ম শ্রেনী পর্যন্ত পাঠদান চালু করে। ২০২০ সালের শেষ দিকে ঐ বিদ্যালয়ে ২০২১ সালে ৯ম শ্রেনী বিজ্ঞান বিভাগের ভর্তি বিজ্ঞপ্তি প্রচারমূলক কিছু পেষ্টুন এলাকা প্রদর্শন করা হয়। যার সূত্রধরে নিজকুন্জরা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা গত মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিদ্যালয়ের প্রাঙ্গণে এক প্রতিবাদ সভা আয়োজন করেন। উক্ত প্রতিবাদ সভায় সাখাওয়াত হোসেন চৌধুরী রাসেল’র সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন অত্র বিদ্যালয়ের সাবেক অভিভাবক পরিচালনা কমিটির সদস্য মোঃ খুরশিদ আলম, সাবেক ইংরেজী শিক্ষক নুর ইসলাম (স্কুল ব্যাচ ১৯৮৭), বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক মোঃ আলমগীর ভুঁইয়া রনি, মাঈন উদ্দিন (ব্যাচ ১৯৯৩), মিজানুর রহমান মুন্সি (ব্যাচ ১৯৯২), রবিউল হক চৌধুরী, সাবেক ছাত্রলীগ সভাপতি মহসিন আলম (ব্যাচ ১৯৯২), নুরুল হুদা চৌধুরী (ব্যাচ ২০১২), ৭ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন চৌধুরী।

উক্ত বিষয়ে অত্র এলাকার বীর মুক্তিযোদ্ধা ও বিভাগীয় কমান্ডার হারুনুর রশীদ দৈনিক বাংলার অধিকারকে বলেন, আমি নিজকুন্জরা কেজি স্কুলকে ৫ম শ্রেনী পর্যন্ত পাঠদানের জন্য রেজুলেশন করে দিই। বর্তমানে যাহা হচ্ছে তাহা সত্যিই দুঃখজনক।

নিজকুন্জরা কেজি আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খায়ের উদ্দিন জানান, ২০১০ সালের শিক্ষানীতির আলোকে প্রাথমিক বিদ্যালয় ৮ম শ্রেনী পর্যন্ত, তাই আমরা নিজকুন্জরা উচ্চ বিদ্যালয়ের সাথে সমঝোতা করে ২০১৮ সাল থেকে ৮ম শ্রেনী পাঠদানের কার্যক্রম শুরু করি। আমরা জানি একই বাউন্ডারির মধ্যে দুইটি উচ্চ বিদ্যালয় আইনত সিদ্ধ নয়। সাংবাদিকরা ৯ম শ্রেনীর ২০২১ সালে ভর্তি সম্পর্কেে জানতে চাইলে তিনি বলেন, আমরা শুধু আমাদের কিন্ডারগার্ডেনে অল্প সংখ্যক শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগে পড়াতে চাই তাও সর্বোপরি সবার সম্মতিক্রমে।

উক্ত বিষয়ে একটা অভিযোগ পত্র ফেনী জেলা শিক্ষা অফিসার বরাবর এবং অনুলিপি জেলা প্রশাসক, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসার’র নিকট এলাকাবাসীর পক্ষে আলমগীর ভুঁইয়া রনি প্রদান করেন।

এলাকাবাসি ও নিজকুন্জরা কেজি আদর্শ বিদ্যালয়’র কর্তৃপক্ষ জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে এই বিষয়ে অতি দ্রুততম সময়ে একটি সুন্দর সুরাহা কামনা করেন।

এই বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আল মমিন বলেন, কিন্ডারগার্ডেনে ৯ম শ্রেনী চালু করার কোন সুযোগ নেই। চালু করতে হলে শিক্ষা বোর্ডের অবশ্যই অনুমতি লাগবে।

উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের চৌধুরী জানান, অভিযোগ পত্রের অনুলিপি পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

জেলা শিক্ষা অফিসার মোঃ কাজী সলিম উল্যাহ পারিবারিক ব্যস্ততা দেখিয়ে কোন মন্তব্য প্রকাশ করেনি।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!