মিরসরাইয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। বুধবার (৯ ডিসেম্বর) উপজেলা সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় ৪ জন জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী।
এসময় অর্থনৈতিক ভাবে সাবলম্বী ক্যাটাগরিতে শাহেদা আক্তার, সফল জননী ক্যাটাগরিতে লুৎফুন নাহার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী ক্যাটাগরিতে মনজুরা আক্তার, সমাজ উন্নয়নে অসামান্য অবদান ক্যাটাগরিতে জরিনা বেগমকে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।
বক্তারা বলেন, বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে কাজ করছে। প্রত্যেকটি প্রতিষ্ঠানে নারী কর্মী স্বাধীণভাবে কাজ করছে। পারবো না বলে নারীদের ঘরে বসে থাকলে চলবেনা। সকল বাঁধা অতিক্রম করে তাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। সরকার সব সময় পাশে থাকবে।