ঢাকাবুধবার , ৯ ডিসেম্বর ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

ভালবাসার নিকুঞ্জবন ____________//পাপিয়া আক্তার-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
ডিসেম্বর ৯, ২০২০ ২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

জানো প্রিয়তম,
আমার খুব ইচ্ছে করে মধ্যরাতে তোমার
টিনের বৃষ্টি হয়ে ঘুম ভাঙিয়ে রাখতে।
তোমার চোখের টিপ টিপ তাকানো-
আমার গানে মাতোয়ারা তোমার শরীর
শিহরণের ঢেউয়ে নিদারুণ ভাসাতে।।

ইচ্ছে করে তোমার ধড়ফড় বুকে
কান পেতে শুনি প্রতি মিনিটে বাহাত্তর বার
স্পন্দিত করে যেখানে ধ্বক ধ্বক স্বরে
ধ্বনিত হবে শুধু আমারই নাম।
মরুভূমির চারণভূমে তৃষা তৃষা মরুতৃষা
প্রেম সাগরের অতল তলে পূর্ণ হিয়া
মজবে সেথায় আমার তরে।।

ইচ্ছে করে তোমার বাহুডোরে মাথা রেখে
কাটিয়ে দিতে অজুত কোটি নিজুত বছর।
বুকের ভেতর শক্ত আলিঙ্গনে শুষ্ক
মরুদ্দান ঠোঁটে ঠোঁট মিলিয়ে দীর্ঘ জনমের
তেষ্টাটুকু চুকিয়ে দিতে দীর্ঘতর চুম্বনে।।

ইচ্ছে করে তুমুল ভাবে তোমার প্রেমে পড়তে
চোখে চোখ রেখে দেখতে ফেনিল সমুদ্র।
হাতে হাত রেখে হাঁটতে লাল ধুলোর
কার্পেট মোড়ানো মেঠোপথে। জানো-
ইচ্ছে করে তোমার আমার প্রেম জড়ো করে
গড়ে তুলতে প্রেমের তাজমহল।।

ইচ্ছে করে আমার হৃদপিণ্ড খন্ড বিখন্ড
করে দেখাতে যেথায় তৃষ্ণার্ত প্রতিটি
নিওরোন কোষে লোহিত রক্ত কণিকার
প্রতিটি ফোঁটায় ফোঁটায় শুধুই তোমার জন্য
হাজারটা চুম্বন জমিয়ে রেখেছি।।

ইচ্ছে করে যান্ত্রিক এই নগরের বুকে
লেপ্টে থাকা সমস্ত অপূর্ণতা অতিক্রম করে
কল্প’নগরীতে তোমার উড়ন্ত মনের
দুরন্তপনায় -বুক পকেটে নিভৃতে যতনে
এঁকে দিতে ভালবাসার নিকুঞ্জবন।।

আমার ইচ্ছে করে চারপাশের নির্জনতায়
ঘেরা তুমিময় শহরে বসন্তের উচ্ছ্বাসে
পাল তুলে মনের আঙ্গিনায় সদ্য ফুটে
ওঠা ফুলের মতো নিষ্পাপ আকুতি নিয়ে
তোমার নয়ন জোড়ায় দৃষ্টির ছাপ এঁকে
দিতে গভীর ভালবাসার পরশে।।

Don`t copy text!