“কমলা রঙের বিশ্বে নারী বাধার পথ দেবেই পাড়ি” ও মুজিব বর্ষের অঙ্গীকার সসুরক্ষিত হোক নারীর অধিকার, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসারের কার্যালয় আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন, উত্তরবঙ্গ শিশুউন্নয় প্রকল্প, এমএমসি, গ্রাম বিকাশ, জাকস, বিওয়াইএফসি, বন্ধন, ব্রাক, আশা, ডেভেলপমেন্ট কাউন্সিল এর সহযোগীতায় আজ (৯ডিসেম্বর) বুধবার সকাল ১১ টায় উপজেলা চত্তরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০ পালিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে এবং সেতারা কবীর সেতুর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন-মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মনিরুজ্জামান,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর আলম,বিরামপুর ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ম্যানেজার নরেশ মারান্ডি,বিরামপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক প্রভাষক মশিহুর রহমান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম
একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম,উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন,বিরামপুর এসজিও সমিতির সাধারন সম্পাদক এনামুল হক,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও দিনাজপুর সাংবাদিক
কল্যাণ ট্রাস্টের সভাপতি আকরাম হোসেনসহ বিরামপুর এনজিও এবং সেচ্ছাসেবী মহিলা সমিতির নেতৃবৃন্দ প্রমুখ।
অনুষ্ঠানে শেষে সফল জননী ও শ্রেষ্ঠ জয়িতা বাংলার নারী তিনজনকে সম্বর্ধনা প্রদান করেন-আসুদা বেগম,নিগার সুলতানা, নাফছুন আরা পারভীন।
এস এম মাসুদ রানা বিরামপুর
দিনাজপুর মোবাইল নম্বর o1718676253