আগামী বৃহস্পতিবার স্থাপন করা হতে পারে পদ্মা সেতুর শেষ স্প্যান।
মাএ ১৫০ মিটার দৈর্ঘ্যের এ স্প্যানটি স্থাপিত হলে প্রমত্ত পদ্মার দুই দুই তীর মিলিত হবে।
বাংলাদেশ ও চীনের পতাকায় সজ্জিত স্প্যানটি বুধবার কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে সেতুর পিলারের কাছে নেওয়া হয়েছে। তবে রাত পর্যন্ত নিশ্চিত করা যায়নি বৃহস্পতিবার স্প্যানটি বসানো সম্ভব হবে কিনা।
পদ্মা সেতু প্রকল্পের পরিচালক মো. শফিকুল ইসলাম বলেছেন, ঘন কুয়াশার কারণে অনিশ্চয়তা রয়েছে।
বৃহস্পতিবার সম্ভব না হলে কুয়াশা কেটে যাওয়ার পর আগামী দুই একদিনের মধ্যে স্প্যান বসবে। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর প্রথম স্প্যান বসেছিল বলে জানান।