সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী মরহুম ড.ওয়াজেদ মিয়ার সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের জন্মদিন আজ বুধবার (৯ ডিসেম্বর)। ১৯৭২ সালের এই দিনে ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। বঙ্গবন্ধুর নাতনি পুতুল একজন প্রখ্যাত অটিজম বিশেষজ্ঞ। জন্মদিন উপলক্ষে ছাগলনাইয়া ১০ নং ঘোপাল ইউনিয়ন যুবলীগের উদ্যোগে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জামশেদ আলম’র সার্বিক সহযোগিতায় পুরাতন মুহুরিগন্জ যুবলীগের কার্যালয়ে সন্ধ্যা ৬ টায় সায়মা ওয়াজেদ পুতুল এর ৪৯ তম জন্মদিন পালন করা হয়েছে।
তাঁর জন্মদিন অনুষ্ঠানে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জামশেদ আলম ও যুগ্ন সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য শেখ আনোয়ার করিম এক শুভেচ্ছা বার্তায় বলেন, সারাবিশ্বে অটিস্টিক শিশুর অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন পুতুল। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্যের ওপর বিশেষজ্ঞ প্যানেলের একজন সদস্য। একজন লাইসেন্সপ্রাপ্ত মনোবিজ্ঞানী। অল্প সময়ের মধ্যে তার কাজ বিশ্বজুড়ে প্রশংসা পায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০১৪ সালের সেপ্টেম্বরে পুতুলকে ‘হু অ্যাক্সিলেন্স’ অ্যাওয়ার্ডে ভূষিত করে। তারা আরো বলেন, ব্যারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় তিনি বাংলাদেশের নারীদের উন্নয়নের ওপর গবেষণা করেন। এ বিষয়ে তার গবেষণাকর্ম ফ্লোরিডার অ্যাকাডেমি অব সায়েন্স কর্তৃক শ্রেষ্ঠ সায়েন্টিফিক উপস্থাপনা হিসেবে স্বীকৃত পায়। তিনি যুক্তরাষ্ট্রের ব্যারি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৭ সালে মনোবিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি, ২০০২ সালে ক্লিনিক্যাল সাইকোলজির ওপর মাস্টার্স ডিগ্রি এবং ২০০৪ সালে স্কুল সাইকোলজির ওপর বিশেষজ্ঞ ডিগ্রি লাভ করেন।
সায়মা ওয়াজেদ পুতুলের জন্মদিন অনুষ্ঠান শেষে কেক কেটে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষদের মাঝে বিতরণ করে ৪৯ তম জন্মদিন পালন করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজিজ ভুঁইয়া, মোঃ ছাদেক হোসেন, প্রচার সম্পাদক মোঃ মোস্তফা জানু, আ’লীগ নেতা রফিকুল ইসলাম, শ্রমিকলীগের সভাপতি এমরান হোসেন সহ সকল ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ আরো অনেকে।