খোদা খেলিও না খেলা তুমি
অামার দেশের মানুষের জীবন লয়ে
খোদা অামি ভালবাসি অাামার দেশের
ধনী গরীব সকল ধর্মের মানুষকে ||
খোদা কারো গা হতে যদি রক্ত ঝরে
অামার চোখে অবিরত বরষা বহে ||
সকল প্রশংসার মালিক তুমি
তুমি সকল মানুষকে সরল পথ দাও
কেনটা ভাল কোনটা মন্দ বুঝার তৌফিক দাও ||
খোদা মহাসংকটে সংশয়ে রক্ষাকর্তা তুমি
মানুষের মাঝে মানবতা জাগ্রত করে দাও ||
অামার দেশের কবি সাহিত্যিক জাগ্রত করে দাও
হানাহানি কাটাকাটি সমস্যার সমাধান নয়
খোদা ভিক্ষা চাই তোমার দরবারে
তুমি দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে দাও ||
ইসলাম ধর্ম করে না সমর্থন ঝগড়া ফেসাদ
মানুষের মাঝে জ্ঞানের দ্বীপ জ্বেলে দাও ||
কোনটা ভুল কোনটা সঠিক তুমি বাতলে দাও
হিংসা বিদ্বেষ দ্বন্দ্ব সংঘাত অবসান করে দাও ||
দেশের সকল স্তরের মানুষের মাঝে ভ্রাতৃত্ব
পরস্পরের সাথে পরস্পরের সম্পর্ক উন্নয়ন
একটি দেশ একটি জাতি মিলমিশ করে দাও
খোদা কবির কলমে তুমি শক্তি বৃদ্ধি করে দাও ||