কচুয়ায় এস.কে.এফ ঔষধ কোম্পানির এস.আর মো. ওবায়েদ উল্লাহ ছিনতাইকারীদের (দূর্বৃত্ত) কবলে পড়েছেন।
তিনি কচুয়া থেকে কাজ শেষ করে মঙ্গলবার রাত ৯টায় কচুয়া ডাকবাংলোর সামনে থেকে সিএনজি যোগে রহিমানগর যাওয়ার সময় পথিমধ্যে নোয়াগাঁও এলাকায় পৌছলে ছিনতাইকারীরা সিএনজি থামিয়ে এস.আর ওবায়েদ উল্লাহকে চুরিকাঘাত করে তার বাম হাতের কনুই রক্তাক্ত করে সাথে থাকা নগদ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
পরে তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে তার অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে রেফার করেন। গুরুতর আহত এসকেএফ কোম্পানীর এসআর ওবায়েদ উল্লাহর বাড়ী ঝিনাইদহ জেলায়। তিনি কচুয়ায় গত কয়েক বছর ধরে কর্মরত আছেন।
এব্যাপারে কচুয়া থানার পুলিশ পরিদর্শক এম.এ রউফ খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। ঘটনার মূল রহস্য উদঘাটনে অধিকতর অনুসন্ধান চলছে।